নয়াদিল্লি: আসন্ন ওডিআই বিশ্বকাপের বাছাইপর্বে (Cricket World Cup 2023) রানার্স হয়েছিল নেদারল্যান্ডস (Netherlands)। সেই সুবাদে আসন্ন ওডিআই বিশ্বকাপের টিকিট পেয়েছে ডাচরা। এই নিয়ে পঞ্চমবার ৫০ ওভারের বিশ্বকাপে অংশ নেবে নেদারল্যান্ডস। ২০১১ সালে শেষ বার ওডিআই বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। এর পরের দুই ক্রিকেট বিশ্বকাপে খেলা হয়নি ডাচদের। এ বার বিশ্বকাপে খেলতে ভারতে আসবে নেদারল্যান্ডস। আর বিশ্বকাপের মঞ্চে ভালো পারফর্ম করার জন্য প্রস্তুতিও ভালো হওয়া চাই। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে (India) চলে আসছে ডাচরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেঙ্গালুরুতে চলে আসবে নেদারল্যান্ডস টিম। ভারতে এসেছে বিশ্বকাপের আগে কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ডাচরা। সেই প্রস্তুতি ম্যাচের বিস্তারিত নিয়ে এখনও আলোচনা চলছে। ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (KNCB) এর এক কর্তা বলেছেন, ‘আমরা অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচের কয়েকদিন আগেই ভারতে পৌঁছে যাব। বেঙ্গালুরুতে কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচে খেলব আমরা। এই ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ গত মাসের শুরুতে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পর আমরা এখনও কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারিনি।’
বেঙ্গালুরুতে ওয়ার্ম আপ ম্যাচ খেলার পর আইসিসি বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচের জন্য নেদারল্যান্ডস টিম হায়দরাবাদ বা তিরুঅনন্তপুরমে যাবে। সম্ভবত নিজামের শহরেই যাবে ডাচরা। কারণ, ওডিআই বিশ্বকাপে তাদের প্রথম ২টো ম্যাচ হায়দরাবাদে রয়েছে। ৬ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু নেদারল্যান্ডস। এরপর ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নামবে নেদারল্যান্ডস।