Eden Gardens: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, জোর কদমে চলছে ইডেন সংস্কারের কাজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 12, 2023 | 5:13 PM

শীঘ্রই বিশ্বকাপের সূচি প্রকাশ করবে আইসিসি (ICC)। ভারতের অনেকগুলো স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। যার মধ্যে অন্যতম কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)। হাতে সময় একেবারেই কম। জোর কদমে চলছে ইডেন সংস্কারের কাজ। নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে।

Eden Gardens: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, জোর কদমে চলছে ইডেন সংস্কারের কাজ
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, জোর কদমে চলছে ইডেন সংস্কারের কাজ
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আর চার মাস বাদেই দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ। ২০১১ সালে শেষ বার একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2023) অনুষ্ঠিত হয়েছিল ভারতে। ১২ বছর পর এ বার একক ভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ইতিমধ্যেই সমস্ত ভেনু নিশ্চিত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শীঘ্রই বিশ্বকাপের সূচি প্রকাশ করবে আইসিসি (ICC)। ভারতের অনেকগুলো স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। যার মধ্যে অন্যতম কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)। হাতে সময় একেবারেই কম। জোর কদমে চলছে ইডেন সংস্কারের কাজ। নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে। এক বছর আগে থেকেই ধাপে ধাপে ইডেন সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু মাঝখানে জাতীয় দলের ম্যাচ, আইপিএলের ম্যাচ পড়ায় সে ভাবে সংস্কারের কাজে হাত লাগানো যায়নি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্লাব হাউজের গ্যালারি সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। এ ছাড়া অন্যান্য ব্লকের কাজও চলছে জোরকদমে। ইডেনের প্রধান গেট দিয়ে ঢুকলে এখন চেনা দায়। একেবারে নীচে ড্রেসিংরুমের সামনের খোলনলচে বদলে ফেলা হচ্ছে। সব কিছু নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে। গত বছরই ইডেন সংস্কারের পরিকল্পনা সেরে ফেলে সিএবি। বাংলার ক্রিকেট সংস্থার পুরনো কমিটিই নীল নকশা তৈরি করেছিল। সেই মতোই কাজ শুরু হয়েছে। মেঝে এবং সিলিং নতুন ভাবে সাজানো হবে। অত্যাধুনিক ভাবে গড়ে তোলা হবে ক্রিকেটের নন্দনকাননকে। আরও ঝাঁ চকচকে দেখাবে ইডেনকে। মেঝে জুড়ে থাকবে মার্বেলের কাজ। সিলিংয়ে থাকা আলোগুলোও হবে আরও উজ্জ্বল। কয়েকদিন আগেই সিএবিতে নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধন হয়। প্রেস বক্সও নতুন ভাবে তৈরি হয়েছে। এ বার ড্রেসিংরুমের সামনের অংশের কাজে জোরকদমে হাত লাগানো হয়েছে।

ইডেনে ক্লাব হাউজের গ্যালারি সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। (নিজস্ব চিত্র)

সিএবি কর্তারা আশা করছেন সেপ্টেম্বরের মধ্যেই ইডেন সংস্কারের কাজ সম্পন্ন হয়ে যাবে। কারণ অক্টোবরে বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে ইডেন পরিদর্শনে আসবেন আইসিসির প্রতিনিধিরা। তাদের সবুজ সংকেত মিললে তবেই ইডেনে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে। যা খবর, তাতে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচ হতে পারে ইডেনে। এ ছাড়া আরও বেশ কয়েকটা ম্যাচ পেতে পারে ক্রিকেটের নন্দনকানন। তাই নির্ধারিত সময়ের আগেই ইডেন সংস্কারের কাজ সেরে ফেলতে চায় সিএবি।

সিএবি কর্তারা আশা করছেন সেপ্টেম্বরের মধ্যেই ইডেন সংস্কারের কাজ সম্পন্ন হয়ে যাবে। (নিজস্ব চিত্র)

Next Article