কলকাতা: আজ, ৩৫-এ পা দিলেন বিরাট কোহলি। এ বারের জন্মদিনটা কাটছে কলকাতায়। বিশেষ দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে খেলছেন কিং। বিরাটের জন্মদিনটাকে আরও একটু বিশেষ করে তুলতে সিএবির অভিনব প্রয়াস। কোহলির হাতে তুলে দেওয়া হবে সোনার জল করা ব্যাট। এই ব্যাপারে বিস্তারিত জেনে নিন Tv9 Bangla Sports-এর প্রতিবেদনে।
ক্রিকেটের নন্দনকাননে বিরাটের জন্মদিন পালন নিয়ে প্রথম থেকে নানা পরিকল্পনা ছিল সিএবির। যদিও আইসিসির বিধিনিষেধে কার্যত সব পরিকল্পনাই শেষে বাতিল করতে হয়। তবে বিরাটের মতো একজন ক্রিকেটার জন্মদিমনে ইডেনে খেলবেন, আর সিএবি তাঁকে খালি হাতে ফেরাবেন তা তো হতে পারে না। তাই এ বার অন্য়পথে হেঁটেছে সিএবি। কিং-এর জন্মদিনটাকে বিশেষ করে তুলতে সিএবির অভিনব প্রয়াস। বিরাটকে সোনার জল করা ব্যাট উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিএবির তরফে।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সাজঘরে বিরাটের জন্য বিশেষ কেক পাঠানোরও ব্য়বস্থা করা হয়েছে। প্রথমে স্থির হয়েছিল, বিরাটের ৭০ হাজার মুখোশে ভরানো হবে ইডেনের গ্যালারি। তবে তার অনুমতি পাওয়া যায়নি আইসিসির তরফে। মুখে না থাক, বিরাট যে আজ সকলের মনে তা বুঝিয়ে দিতে কোনও রকম কার্পণ্য করছেন না ভক্তরা। ইডেনে বাইরে কিন্তু প্রচুর সমর্থক বিরাটের মুখোশ পরেই ঘুরছেন।
জন্মদিনে ৪৯ তম সেঞ্চুরির সন্ধানে মাঠে নেমেছেন বিরাট। আগের ম্যাচে ওয়াংখেড়েতে হাতছাড়া হয়েছে সেঞ্চুরি। আজ আর আফসোস রাখতে চাইবেন না কিং, এমনটাই আশা ভক্তদের। জন্মদিনেই মাস্টার ব্লাস্টার সচিনকে ছোঁয়াই জন্মদিনে নিজেকে দেওয়া সেরা উপহার হবে কোহলির।