আমেদাবাদ: দিকে-দিকে ছড়িয়েছে ভারত-পাকিস্তান ম্য়াচের উত্তাপ। ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। তাও প্রতিপক্ষ পাকিস্তান। আর কী চাই ক্রিকেটপ্রেমীদের? কানায়-কানায় পূর্ণ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দূর-দুরান্ত থেকে সেখানে উপস্থিত হয়েছেন ভক্তরা। গ্যালারি জুড়ে একটাই শব্দ, “জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা।” তবে শুধু স্টেডিয়ামের ভিতরেই নয়, রোহিতদের শুভেচ্ছা বার্তা দিতে হাজির আমেদাবাদ মেট্রোও। স্টেশনের বোর্ডে ভেসে উঠল হিটম্যানের উদ্দ্যেশে শুভেচ্ছা বার্তা? কী লেখা তাতে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
আজকের দিনটার অপেক্ষাতেই ছিলেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। দেশের মাটিতে মুখোমুখি ভারত-পাকিস্তান। কানায়-কানায় পূর্ণ স্টেডিয়াম। এক সঙ্গে লক্ষাধিক মানুষ গলা ফাটাচ্ছেন কোহলিদের জন্য। এক কথায় উৎসবে মাতোয়ারা আমেদাবাদ। এরই মাঝে শনিবার সকালে আমেদাবাদের মেট্রো স্টেশনে এক সুন্দর ছবি। স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে হঠাৎ ভেসে উঠল, ‘অনেক শুভেচ্ছা হিটম্য়ান। মিস্টার ২৬৪।’ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। পথচলতি মানুষের মধ্য়েও চোখে পড়ছে ভারত-পাক ম্য়াচ নিয়ে উন্মাদনা।
অন্যদিকে শনিবার সকাল থেকেই শহরতলী মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ফ্যানেরা। নানান সাজে সেজে দলের হয়ে গলা ফাটাতে হাজির তাঁরা। একটাই আশা ভারত জিতুক। শুধু ক্রিকেচট বিনোদনই নয়, স্টেডিয়ামে আগত দর্শকদের জন্য আয়োজন করা হয়েছিল জমকালো আসর। হাজির ছিলেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহনরা। তাঁদের গানের দিয়েই শুভ সূচনা হয় ভারত-পাক দ্বৈরথের। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোপে গোটা আমেদাবাদ শহর। মোতায়েন ১১ হাজার পুলিশ। স্টেডিয়ামে ঢুকতে যাতে দর্শকদের কোনও অসুবিধা না হয় তার জন্য তৎপর ভারতীয় বোর্ড। সাধারণত ম্যাচ শুরুর ২ ঘণ্টা আগে স্টেডিয়ামে প্রবেশের অধিকার দেওয়া হয় দর্শকদের। তবে এই হাইভোল্টেজ ম্য়াচে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খেলার ৪ ঘণ্টা আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় স্টেডিয়ামের দরজা।