আমেদাবাদ: শনি-দুপুর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভরে গিয়েছে নীল জার্সি পরা দর্শকে। হাজার হাজার দর্শকের গায়ে বিরাট ১৮, রোহিত ৪৫ লেখা জার্সি। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের মাঝে হঠাৎই মাঠ ছেড়ে চলে যান টিম ইন্ডিয়ার সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোহলির সেই ছবি। নেপথ্যে কোন কারণ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে এ বারের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটাররা যে জার্সি পরে ম্যাচ খেলছেন, তাতে কাঁধের কাছে রয়েছে তেরঙ্গা স্ট্রাইপস। আর আজ, আমেদাবাদে বিরাট কোহলি যে জার্সি পরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন, তাতে ছিল কাঁধের কাছে সাদা রংয়ের তিনটি স্ট্রাইপস। অর্থাৎ হিসেব মতো ভুল জার্সি পরে মাঠে নেমে পড়েছিলেন বিরাট কোহলি। অবশ্য তিনি তা বুঝতে পারার পরই তা ইশারা করে দেখান। এবং মাঠ ছেড়ে চলে যান। সঠিক জার্সি পরে ফের মাঠে নামেন।
Virat Kohli by mistake comes on the field by wearing the white stripes jersey instead of the tricolour one. pic.twitter.com/sv09MalH3X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 14, 2023
ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় টিমের জাতীয় সংগীত গাওয়ার সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেও দেখা গিয়েছে কোহলির জার্সিতে কাঁধের কাছে ট্রাই কালার স্ট্রাইপস নেই।
Kohli came in wrong jersey without tri colour stripes 😭 pic.twitter.com/Z6ONM1eFIm
— “ (@KohlifiedGal) October 14, 2023
উল্লেখ্য, ভারতীয় দলের অধিনায়ক যতই রোহিত শর্মা হোক। তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সময় দেখা গিয়েছে রোহিতের সঙ্গে ফিল্ড পজিশন নিয়ে আলোচনা করতে। কখনও আবার মহম্মদ সিরাজকে পরামর্শ দিতেও দেখা গিয়েছে কোহলিকে। পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভারে রবীন্দ্র জাডেজা বোলিংয়ে আসতেই বিরাট কোহলি ক্যাপ্টেন রোহিতকে ইশারা করেন স্লিপ আনার জন্য। পরের বলেই আউটের সম্ভবনা তৈরি হয়। ব্যাটারকে চাপে ফেলার জন্য বিরাটের এই পরামর্শ আর একটু হলেই মিলে যেত। মহম্মদ রিজওয়ান ফিরে যেতেন প্যাভিলিয়নে। ফিল্ড আম্পায়ার আউট দেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান রিজওয়ান।