IPL 2022 Auction: মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালসের স্ট্র্যাটেজি জানালেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তার পর আর ট্রফির স্বাদ মেলেনি পিঙ্ক আর্মিদের। এ বারের রিটেনশনে রাজস্থান ধরে রেখেছে ৩ প্লেয়ারকে--- সঞ্জু স্যামসন (১৪ কোটি), জশ বাটলার (১০ কোটি) ও যশস্বী জসওয়াল (৪ কোটি)।

IPL 2022 Auction: মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালসের স্ট্র্যাটেজি জানালেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন
IPL 2022 Auction: মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালসের স্ট্র্যাটেজি জানালেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Pic Courtesy - Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 6:04 PM

নয়াদিল্লি: গত বছরের আইপিএলের (IPL) পারফর্ম্যান্স এখন অতীত। লিগ টেবলের সাত নম্বরে থেকে শেষ করেছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বেশ কয়েকটি ম্যাচে অধিনায়ক সঞ্জু দুরন্ত পারফর্ম করার সত্ত্বেও জয়ের দেখা পায়নি দল। তবে সে সব নিয়ে এখন মাথা ঘামাতে রাজি নয় গোলাপি শহরের দল। আসন্ন আইপিএলের নিলামের (IPL 2022 Auction) আগে, তাই দলের ভবিষ্যতের কথা ভেবে স্ট্র্যাটেজি সাজিয়ে নিয়েছেন ক্যাপ্টেন সঞ্জু ও রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara)। সঞ্জু এক বিবৃতিতে জানান, ৫-৬ বছর দলের জন্য কাজ করতে পারবে এমন প্লেয়ারদের টার্গেট করবে তাঁর দল।

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তার পর আর ট্রফির স্বাদ মেলেনি পিঙ্ক আর্মিদের। এ বারের রিটেনশনে রাজস্থান ধরে রেখেছে ৩ প্লেয়ারকে— সঞ্জু স্যামসন (১৪ কোটি), জশ বাটলার (১০ কোটি) ও যশস্বী জসওয়াল (৪ কোটি)। ফলে ৬২ কোটি টাকা নিয়ে প্লেয়ার কিনতে নামবে রাজস্থান রয়্যালস। এক বিবৃতিতে সঞ্জু বলেন, “এই নিলাম সত্যিই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা জানি যে আমরা আগামী ৫-৬ বছরের জন্য আমাদের দলের বেস এখান থেকেই প্রস্তুত করতে পারব। তাই, আমরা প্রত্যেকের ওপর নজর রাখব এবং যতটা সম্ভব প্লেয়ারদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো আমরা এখন থেকেই নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য এখন সেই সকল প্লেয়ারদের টার্গেট করা, যাদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মেল খায়, আমাদের মূল্যবোধকে স্বাগত জানাতে পারে এবং আমাদের দলকে শীর্ষে ফিরে যেতে সহায়তা করতে পারে।”

ক্যাপ্টেন সঞ্জুর পাশাপাশি, রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গাকারা মনে করেন, যে রাজস্থান রয়্যালস আবারও সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবে। প্রত্যেক প্লেয়ারকে নেওয়ার পিছনে যথেষ্ট বিশ্লেষণ করে রাজস্থান রয়্যালস। সেকথা উল্লেখ করে সঙ্গাকারা বলেন, “আমারা যথেষ্ট বিস্তারিতভাবে বিশ্লেষণাত্মক মূল্যায়ন করি। সরাসরি আমরা খেলোয়াড়দের উপর তথ্য সংগ্রহ করেছি। এবং সেই তথ্য গুলি একটি কেন্দ্রীয় ডেটাবেসে একত্রিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা আরও ডেটা ফিল্টার করি। যাতে একজন প্লেয়ারকে বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। দল প্রতিটা দিক থেকে যাতে স্পষ্ট থাকে, সেই চেষ্টাই করা হয়।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা