কলকাতা: চোট আঘাত যে কোনও ক্রীড়াবিদের কাছে বিরাট ধাক্কা। কিন্তু জীবনে কোনও ক্রীড়াবিদ একেবারেই চোট পান না, তেমনটাও হয় না। অবশ্য কেউ কেউ থাকেন আবার বিরাট কোহলির মতো ফিট। যাঁকে এনসির রাস্তা মুখো হতেই হয় না। ভারতীয় ক্রিকেট টিমে চোটের তালিকায় নাম লেখানো ক্রিকেটারদের সংখ্যা কম নয়। শিয়রে কড়া নাড়ছে আইপিএল (IPL)। ১০ ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন টিমে রয়েছে চোট পাওয়া ক্রিকেটাররা। গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও রয়েছে সেই তালিকায়। সিএসকের চোটকাহন শুনে মাহি ভক্তদের মনে প্রশ্ন জাগছে, মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni) কি ২২ মার্চ নিশ্চিন্তে মাঠে নামতে পারবেন?
১৭তম আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ। আর ঠিক ২২ দিন পর শুরু হবে ভারতের কোটিপতি লিগ। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে এ বারের আইপিএলের প্রথম ম্যাচে নামবে সিএসকে। অবশ্য তার আগে সিএসকে ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ ইয়েলোব্রিগেডে বেশ কয়েকজন ক্রিকেটারের চোট রয়েছে। মহেন্দ্র সিং ধোনি নিজে গত আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন। সিএসকেকে চ্যাম্পিয়ন বানানোর পরই ধোনির অস্ত্রোপচার হয়েছিল। তিনি এখন ফিট। কিন্তু মাঠে নেমে ১০০ শতাংশই দিতে পারবেন কিনা, তা একমাত্র তিনিই প্রমাণ করতে পারবেন।
সিএসকের চিন্তা বিশেষ করে কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে ও ভারতীয় অলরাউন্ডার শিবম দুবেকে নিয়ে। দুই ক্রিকেটারের চোট রয়েছে। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার সময় চোট পেয়েছেন শিবম দুবে। তাঁর চোট কত দ্রুত সারে সেই অপেক্ষায় তাঁর অনুরাগীরা। সিএসকে এবং মুম্বই রঞ্জি টিমের পক্ষ থেকে শিবম দুবের চোটের কোনও আপডেট জানানো হয়নি। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে সিএসকের হয়ে ওপেন করেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন। এক্স রে-তে দেখা গিয়েছে বাঁ হাতের বুড়ো আঙুলে তাঁর চোট লেগেছে। পাশাপাশি ২০২৪ আইপিএলের নিলামে কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্রকে নিয়েছিল সিএসকে। অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ তিনি খেলেননি হাঁটুতে ব্যাথার কারণে। রাচিনের এই ব্যাথাও ভাবাচ্ছে সিএসককে। এই পরিস্থিতিতে চোটের কালো মেঘ সরিয়ে ফুরফুরে মেজাজে ২২ মার্চ ইয়েলোব্রিগেড মাঠে নামতে পারে কিনা সেটাই দেখার।