Shikhar Dhawan Profile: প্রীতির পঞ্জাবকে IPL পরীক্ষায় পাস করাতে চান ভারতীয় ক্রিকেটের গব্বর

Mar 17, 2024 | 8:00 AM

PBKS, IPL 2024: ২০২২ সাল থেকে শিখর ধাওয়ান পঞ্জাব কিংসে রয়েছেন। সে বারের মেগা নিলামে ৮.২৫ কোটি টাকা দিয়ে শিখরকে নিয়েছিল প্রীতি জিন্টার দল। এরপর ২০২৩ সালে মায়াঙ্ক আগরওয়ালের জায়গায় শিখর ধাওয়ানকে পঞ্জাবের ক্যাপ্টেন বানানো হয়। তাঁর ক্যাপ্টেন্সিতে গত আইপিএলে পঞ্জাব ভালো পারফর্ম করতে পারেনি। এ বার দেখার কেমন খেলেন শিখররা।

Shikhar Dhawan Profile: প্রীতির পঞ্জাবকে IPL পরীক্ষায় পাস করাতে চান ভারতীয় ক্রিকেটের গব্বর
প্রীতির পঞ্জাবকে IPL পরীক্ষায় পাস করাতে চান ভারতীয় ক্রিকেটের গব্বর

Follow Us

কলকাতা: মেজাজটাই আসল রাজা। শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) দেখলে ক্রিকেট প্রেমীরা এমনটা প্রায়ই বলে থাকেন। আসলে শিখর ধাওয়ানের নামটা শুনলেই সকলের মনে পড়ে যায় তিনি তো ভারতীয় ক্রিকেটের গব্বর। দিল্লির ছেলে শিখর এক দিনে ভারতীয় ক্রিকেটের গব্বর হয়ে ওঠেননি। ২২ গজে ব্যাট হাতে তাঁর শাসন তাঁকে ভারতীয় ক্রিকেটের গব্বর তকমা এনে দিয়েছে। ভারতীয় ক্রিকেটে প্রতিযোগিতা বরাবরই ছিল। শিখর ধাওয়ানের সময়ও ছিল। সেই প্রতিযোগিতার বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বাঁ হাতি ওপেনার। শীঘ্রই তাঁকে আসন্ন আইপিএলে (IPL) খেলতে দেখা যাবে। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, দীনেশ কার্তিক ও মনীশ পান্ডের পাশাপাশি শিখর ধাওয়ান আইপিএলের গত ১৬টি মরসুমে খেলেছেন। বর্তমানে তিনি পঞ্জাব কিংসের ক্যাপ্টেন।

২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন শিখর। প্রথম আইপিএলে তিনি দিল্লি ডেয়ারডেভিলস টিমে ছিলেন। এর পরের ২টো মরসুম (২০০৯-১০) তিনি কাটান মুম্বই ইন্ডিয়ান্সে। তারপর ২০১১-১২ মরসুম তাঁর কাটে ডেকান চার্জার্সে। ২০১৩-২০১৮ সাল অবধি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে খেলতে দেখা গিয়েছে শিখরকে। ২০১৯-২০২১ ফের দিল্লি শিবিরে খেলেন শিখর। ততদিনে দিল্লি ডেয়ারডেভিলসের জায়গায় দিল্লি ক্যাপিটালস হয়ে গিয়েছে। ২০২২ সাল থেকে তিনি পঞ্জাব কিংসে রয়েছেন। সে বারের মেগা নিলামে ৮.২৫ কোটি টাকা দিয়ে শিখরকে নিয়েছিল প্রীতি জিন্টার দল। এরপর ২০২৩ সালে মায়াঙ্ক আগরওয়ালের জায়গায় শিখর ধাওয়ানকে পঞ্জাবের ক্যাপ্টেন বানানো হয়। তাঁর ক্যাপ্টেন্সিতে গত আইপিএলে পঞ্জাব ভালো পারফর্ম করতে পারেনি। এ বার দেখার কেমন খেলেন শিখররা।

মাত্র ১২ বছর বয়সে তারক সিনহার কাছে ক্রিকেটের তালিম নেওয়া শুরু করেন শিখর ধাওয়ান। তারক সিনহা মোট ১২ জন আন্তর্জাতিক ক্রিকেটারকে কোচিং করিয়েছেন। শুরুর দিকে তাঁর ক্লাবে শিখর উইকেটকিপার হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে পুরোদমে ব্যাটিংয়ে মন দেন। এরপর শিখর অনূর্ধ্ব ১৬ টিমের হয়ে বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলেন। বিজয় হাজারে ট্রফিতে খেলেন। অনূর্ধ্ব ১৭ এশিয়া কাপ ও অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেও খেলেন তিনি। কুচবিহার ট্রফি, বিনু মানকড় ট্রফি কোনও কিছুই বাদ দিতেন না। ২০০৪ সালে তাঁর রঞ্জি অভিষেক হয়। আর জাতীয় দলে অভিষেক হয় ২০১০ সালে। প্রথমে ওডিআই তারপর ২০১১ সালে টি-২০ এবং ২০১৩ সালে শিখরের টেস্ট অভিষেক হয়। ২০২২ সালে শেষ বার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল শিখরকে। দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওডিআই এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শিখর তিন ফর্ম্যাটে যথাক্রমে করেছেন ২৩১৫ রান, ৬৭৯৩ রান ও ১৭৫৯ রান। ২০১৬ ও ২০১৮ সালে এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের সদস্য শিখর। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স কাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সে বার টুর্নামেন্টের সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি।

Next Article