দুবাই: এ বার স্নুকার (snooker) টেবিলে স্কিল দেখালেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাহির কিপিং স্কিল বিশ্ব ক্রিকেটে এখনও বন্দিত, চর্চিত। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, আইপিএলে এখনও বজায় রয়েছে মাহি ম্যাজিক। জনপ্রিয় ক্রিকেট লিগ খেলতে দুবাই পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস।
সিএসকের (CSK) তরফ থেকে এ দিন একটা ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল নেটওয়ার্কে। সেখানে স্নুকার টেবিলে সুপার স্কিল দেখান মহেন্দ্র সিং ধোনি। ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহি যাত্রার সমস্ত ফুটেজ দেখানো হয় একটা ভিডিওয়। সতীর্থ দীপক চাহারের সঙ্গে স্নুকার খেলতে দেখা যায় ধোনিকে।
Vanakkam again Dubai ?#UrsAnbudenEverywhere #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/2wAjzwfxh3
— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) August 13, 2021
১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল ১৪-র দ্বিতীয় পর্ব। কোভিড বিধি মেনে এই মুহূর্তে দুবাইয়ের টিম হোটেলে কোয়ারান্টিনে থাকতে হবে চেন্নাই সুপার কিংসকে। ১৯ তারিখ দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের দ্বিতীয় পর্বে যাত্রা শুরু করবে সিএসকে।