দুবাই: আইপিএলে (IPL) ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের খেলতে কোনও বাধা নেই। আইপিএলের ৮ ফ্র্যাঞ্চাইজি দলকে সরকারি ভাবে জানিয়ে দিলেন টুর্নামেন্টের সিওও হেমাঙ্গ আমিন। আইপিএলের দ্বিতীয় পর্বে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ, আইপিএল শেষ হওয়ার পরই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। চোট-আঘাত, মানসিক স্বাস্থ্যের কথা ভেবে হয়তো অনেক ক্রিকেট বোর্ডই তাদের দেশের ক্রিকেটারদের আইপিএলের বাকি ম্যাচগুলোয় অংশ নিতে বারণ করতে পারে। আশঙ্কা থাকলেও, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে আইপিএলকে।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল ১৪-র দ্বিতীয় পর্ব। তার আগেই এ দিন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেয়, তাদের দেশের ক্রিকেটারদের খেলতে কোনও বাধা নেই। কিন্তু কোনও ক্রিকেটার যদি ব্যক্তিগত কারণে আইপিএলে না খেলেন বা দীর্ঘ সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে ভেবে না খেলেন সেক্ষেত্রে সেই দেশের বোর্ডের কিছু করার নেই। আইপিএলের সিওও নিশ্চিত করার পরই ফ্র্যাঞ্চাইজি দলগুলির তরফ থেকে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা হয়। চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের সিইও দু’জনেই সরকারি ভাবে স্বীকার করে নেন সেই কথা।
উল্লেখ্য, আইপিএলে মোট ৮ ফ্র্যাঞ্চাইজিতে ১৪ জন ইংল্যান্ডের ক্রিকেটার আর ২০ জন অস্ট্রেলিয়ার খেলেন।