নয়াদিল্লি: টিম পৌঁছানোর আগে দুবাই পৌঁছে গিয়েছেন শ্রেয়স আয়ার (Shreyas Iyer)। আইপিএল (IPL) ১৪-র দ্বিতীয় পর্বে কামব্যাক করতে মরিয়া দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মিডল অর্ডার ব্যাটসম্যান। চোটের জন্য আইপিএলের শুরুতেই ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ৫ মাস রিহ্যাবে থাকার পর অবশেষে মাঠে ফিরেছেন তিনি।
গত ৮ এপ্রিল কাঁধে অস্ত্রোপচার হয় শ্রেয়সের। পুনেতে একদিনের ম্যাচ খেলার সময় চোট পান ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান। দীর্ঘদিন ম্যাচের মধ্যে নেই। সেপ্টেম্বরের শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে নির্বাচক কমিটি। কোভিড পরিস্থিতির জন্য এ বার ১৫ জন ক্রিকেটারের দল ঘোষণা করতে পারবে প্রত্যেক ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য কোনও মঞ্চই এখন সামনে নেই। তবে যদি বিশ্বকাপের দলে শ্রেয়সের ডাক মেলে, তাহলে আইপিএলই তাঁর কাছে প্রমাণের মঞ্চ। নির্বাচকদের ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ আইয়ারের সামনে। সূর্যকুমার যাদব, মণীশ পান্ডেসহ অনেকেই মিডল অর্ডারে ভারতের ভরসা হয়ে উঠেছেন। সেই জায়গায় লড়াই করেই নিজের জায়গা ছিনিয়ে নিতে হবে শ্রেয়সকে।
কোয়ারান্টিন পর্ব মিটিয়ে মাঠে নামবেন আয়ার। তাঁর সঙ্গে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ প্রবীণ আমরে। যিনি আবার শ্রেয়সের ছোটবেলার কোচ। চোটের কারণে এ বারের আইপিএলে নেতৃত্বও হারিয়েছেন শ্রেয়স। তাঁর অবর্তমানে দিল্লির হয়ে ক্যাপ্টেন্সি করছেন ঋষভ পন্থ। শ্রেয়স আইয়ার মরিয়া নিজের হারানো জায়গা ফিরে পেতে।