Mohammed Shami: শেষ ওভারে অনবদ্য সামি, নেটিজেনরা মুগ্ধ তাঁর কামব্যাকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 17, 2022 | 6:08 PM

ওয়ার্ম আপ ম্যাচে অজিদের বিরুদ্ধে শেষ ওভারে বল হাতে নামেন সামি। প্রথম দুটো বলে ৪ রান দিলেন তো বটে, তার পরের চারটে বলের প্রত্যেকটাতেই নিলেন উইকেট।

Mohammed Shami: শেষ ওভারে অনবদ্য সামি, নেটিজেনরা মুগ্ধ তাঁর কামব্যাকে
শেষ ওভারে অনবদ্য সামি, নেটিজেনরা মুগ্ধ তাঁর কামব্যাকে
Image Credit source: Twitter

Follow Us

ব্রিসবেন: ভারতের তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami) দেশের জার্সিতে শেষ বার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে খেলেছিলেন ২০২১ সালের ৮ নভেম্বর। এরপর টেস্ট ও আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সামি খেললেও দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে তাঁকে খেলতে দেখা যায়নি। এ বারের এশিয়া কাপেও সামির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ভারতীয় স্কোয়াডে রাখা হয়নি। যা নিয়ে অনেকেই সরব হয়েছিলেন। আসন্ন টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup 2022) সামিকে দলে রাখা নিয়ে কোনও ভাবনাই ছিল না বিসিসিআইয়ের। যে কারণে, তাঁকে কুড়ি-বিশের বিশ্বকাপের মূল দলে রাখাও হয়নি। তিনি ছিলেন, নাম মাত্র। আসলে চলতি বছরের টি-২০ বিশ্বকাপে ভারতের স্ট্যান্ড বাই হিসেবে নাম ছিল সামির। এক প্রকার বাধ্য হয়েই শেষ মুহূর্তে দলের সঙ্গে সামিকে যোগ করেছে বোর্ড। কামব্যাকটা কীভাবে স্মরণীয় করতে হয়, তা ভালোভাবেই জানেন সামি। আর তারকা পেসার সামি সেটাই করে দেখালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে। সামির কামব্যাক নিয়ে কী বলছে নেটিজেনরা, তুলে ধরল TV9Bangla

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে সিরিজ হল, তাতে ভারতীয় স্কোয়াডে ছিলেন সামি। কিন্তু করোনার জন্য তিনি খেলতে পারেননি। জসপ্রীত বুমরা চোট পাওয়ার পর, ভারতের একাদশের জন্য সকলেই সামিকে এগিয়ে রাখছিলেন। তবে ভারতের হাতে দীপক চাহারও ছিল। তাই বোর্ড থেকে তড়িঘড়ি সরকারি সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দীপকও চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর, এক প্রকার বাধ্য হয়ে সামিকে দলে যোগ করে বিসিসিআই। বিবৃতি দিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, বুমরার পরিবর্ত হিসেবে ভারতীয় দলে যোগ করা হল সামিকে। শেষ মুহূর্তে তিনি অস্ট্রেলিয়ায় উড়ে যান। এবং দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। ব্রিসবেনে মাত্র একটা নেট সেশন এবং ওয়ার্ম ম্যাচে এক ওভারের বোলিং দিয়েই সামি বুঝিয়ে দিলেন তাঁকে দলে না রেখে কত বড় ভুল করতে চলেছিল ভারত।

ওয়ার্ম আপ ম্যাচে অজিদের বিরুদ্ধে শেষ ওভারে বল হাতে নামেন সামি। প্রথম দুটো বলে ৪ রান দিলেন তো বটে, তার পরের চারটে বলের প্রত্যেকটাতেই নিলেন উইকেট। ২০ ওভারে সামির তৃতীয় বলে বাউন্ডারি লাইনে স্পট জাম্প, এক হাতে অনবদ্য ক্যাচ নিলেন বিরাট কোহলি। এর পরের বলে একটা রান আউট। শেষ দুটো বলে নিখুঁত ইয়র্কারে জশ ইংলিশ এবং কেন রিচার্ডসনের উইকেট ছিটকে দেন সামি। ভারতীয় তারকার এই প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। এক ঝলকে দেখে নিন টি-২০ ক্রিকেটে মহম্মদ সামির কামব্যাকের পর টুইটারেত্তিদের রিঅ্যাকশন —

Next Article