কলকাতা: ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট… ক্রিকেটে এই কথাটা বেশ প্রচলিত। ছন্দহীন কোনও তারকা ক্রিকেটার যখন অনেক দিন পর রান পান তখন এমন কথা বলা হয়। সোম-বিকেলে অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) দেখে অনেকেই এ কথা বলতে পারেন। রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy 2024 Final) উমেশ যাদবের ডেলিভারিকে যে ভাবে দুরন্ত কভার ড্রাইভে পরিণত করলেন অজিঙ্ক রাহানে, তা ছিল দেখার মতো। মুম্বই (Mumbai) ক্যাপ্টেন রাহালের বাউন্ডরি হতেই পূর্ণ হয় হাফসেঞ্চুরি। ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত দর্শকরা সঙ্গে সঙ্গে সিট ছেড়ে দাঁড়িয়ে হাফসেঞ্চুরির জন্য অভিনন্দন জানান রাহানেকে।
৪৩তম ওভারের প্রথম বলে উমেশ যাদবকে বাউন্ডারি মেরে অর্ধশতরান পূর্ণ করেন অজিঙ্ক রাহানে। ৮৮ বলে ৫১ রান করার পথে রাহানের ব্যাটে আসে ৪টি চার ও ১টি ছয়। রাহানের এটি রঞ্জি মরসুমের দ্বিতীয় হাফসেঞ্চুরি। মুম্বই দুই ওপেনারের উইকেট হারানোর পর মাঠে নামেন ক্যাপ্টেন রাহানে। ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় মুম্বই। এরপর তৃতীয় উইকেটে মুশির খানের সঙ্গে জুটি বাঁধেন রাহানে। ৪২তম খেতাব জিততে হলে বিদর্ভকে বড় টার্গেট দিতে হবে, সেটা ভালো মতোই জানেন রাহানে। যে কারণে প্রয়োজন ছিল একটা জমাট পার্টনারশিপের।
Ajinkya Rahane brings up his 5⃣0⃣ in style 👏
He’s steadied the ship with a composed knock so far 👌@ajinkyarahane88 | @IDFCFIRSTBank | #Final | #MUMvVID
Follow the match ▶️ https://t.co/k7JhkLhOID pic.twitter.com/rvqqqzymAn
— BCCI Domestic (@BCCIdomestic) March 11, 2024
অধিনায়োকচিত ইনিংসের পাশাপাশি মুশিরের সঙ্গে দারুণ জুটি বেঁধেছেন রাহানে। শুরুর দিকে রাহানে ধীরে খেললেও চা বিরতির পর তাঁকে ছন্দে দেখায়। ধারাভাষ্যকাররাও যে কারণে বলছিলেন, চা বিরতির আগে রাহানের স্ট্রাইকরেট ছিল ২৩। আর চা বিরতির পর স্ট্রাইকরেট ছিল ৮৪। তা থেকেই পরিষ্কার রাহানে রান পেতেই ছন্দে এসেছেন।
Ajinkya Rahane has played some cracking strokes so far on his way to a crucial half-century 🙌 📽️@ajinkyarahane88 | @IDFCFIRSTBank | #Final | #MUMvVID
Follow the match ▶️ https://t.co/k7JhkLhOID pic.twitter.com/S4yjwLE03r
— BCCI Domestic (@BCCIdomestic) March 11, 2024
রঞ্জি ফাইনালের আগে ছত্তিশগড়ের বিরুদ্ধে রায়পুরে একটি হাফসেঞ্চুরি করেছিলেন রাহানে। এ বার দেখার ফাইনালের এই হাফসেঞ্চুরি রাহানে তিন অঙ্কের রানে পৌঁছতে পারেন কিনা। যে ছন্দে রয়েছেন রাহানে, তাতে অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৪০তম শতরান পাওয়ার সম্ভবনা থাকছে।