কলকাতা: বছর কুড়ি আগে কিং খানের সিনেমা ‘ম্যায় হুঁ না’ রিলিজ করেছিল। ভীষণ সাড়া ফেলেছিল সেই সিনেমা। ২২ গজে এমন অনেক ক্রিকেটার থাকেন, যাঁরা কঠিন পরিস্থিতি থেকে দলকে সহজেই বের করতে পারেন। তাঁদের মধ্যে যেন কঠিন সময় একটা ‘ম্যায় হুঁ না’ ভাব চলে আসে। আর এই মনোভাব আসাটা মোটেও খারাপ নয়। ওয়াংখেড়েতে এ বার সেই মনোভাবই দেখালেন মুশির খান (Musheer Khan)। শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’ সিনেমা হওয়ার সময় তাঁর জন্ম হয়নি। কিন্তু ওই মনোভাবটা পেয়ে গিয়েছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে থেকে যিনি ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে রয়েছেন। সরফরাজ খানের ভাই মুশির খান মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। বর্তমানে তিনি রঞ্জি ফাইনাল (Ranji Trophy 2024 Final) খেলছেন। বিদর্ভের বিরুদ্ধে মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরিও করেছেন মুশির।
বিদর্ভর বিরুদ্ধে মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে পৃথ্বী শ ১১ রান করে আউট হওয়ার পর মাঠে নামেন মুশির খান। এরপর ভূপেন লালওয়ানির সঙ্গে দ্বিতীয় উইকেটে মুশির করেন ৮ রান। এরপর ভূপেন আউট হলে মাঠে আসেন মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তৃতীয় উইকেটে এরপর রাহানের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুশির। রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিনের খেলা শেষের দিকে হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। এটি রাহানের এই রঞ্জি মরসুমের দ্বিতীয় অর্ধশতরান।
রাহানের হাফসেঞ্চুরির পর মুশিরও অর্ধশতরান পূরণ করন। ১৩৫ বলে তিনি হাফসেঞ্চুরি করেই ব্যাট তুলে সেলিব্রেশন করেন। ক্যামেরায় তা দেখানোর পর মুশির খানের বাবাকে দেখা যায় গ্যালারিতে। ছেলের হাফসেঞ্চুরিতে খুশি হয়ে প্রথমে হাততালি দেন, তারপর ইশারা করে মাঠে টিকে থাকার বার্তা দেন। এরপরই মুশিরকে দেখা যায় বুকে হাত দিয়ে বাবাকে ভরসা দেন, চিন্তা করো না আমি আছি (ম্যায় হুঁ না)। এরপর দ্বিতীয় দিনের খেলা শেষ হতেই যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন রাহানে-মুশিররা, সেই সময় দেখা যায় গ্যালারি থেকে হাততালি দিচ্ছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। মুখে তাঁর চওড়া হাসি। স্বাভাবিকভাবেই তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, দুই মুম্বইকরের হাফসেঞ্চুরিতে খুশি প্রাক্তন মুম্বইয়ের নেতা।
Fifty and counting for young Musheer Khan 👏👏
Watch out for that celebration 😎
Follow the match ▶️ https://t.co/L6A9dXXPa2#RanjiTrophy | #MUMvVID | #Final | @IDFCFIRSTBank pic.twitter.com/VNfOqMXZ0l
— BCCI Domestic (@BCCIdomestic) March 11, 2024
রঞ্জি ফাইনালের দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১৪১। মুম্বই ক্যাপ্টেন রাহানে অপরাজিত রয়েছেন ৫৮ রানে। আর মুশির ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। আপাতত ২৬০ রানের লিড রয়েছে মুম্বইয়ের।