T20 World Cup 2021: শারজায় আজ শ্রীলঙ্কা-দঃ আফ্রিকা ম্যাচে নজরে ডি’কক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 30, 2021 | 9:04 AM

শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে কুইন্টন ডি কক মাঠে খেলেন কিনা সেদিকে নজর থাকবে আপামর ক্রিকেটপ্রেমীদের। নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন ডি'কক। তবে উইনিং কম্বিনেশন কি ভাঙবে দক্ষিণ আফ্রিকা? নজর সে দিকেই থাকবে।

T20 World Cup 2021: শারজায় আজ শ্রীলঙ্কা-দঃ আফ্রিকা ম্যাচে নজরে ডিকক
T20 World Cup 2021: শারজায় আজ শ্রীলঙ্কা-দঃ আফ্রিকা ম্যাচে নজরে ডি'কক (ছবি-টুইটার)

Follow Us

শারজা: বর্ণবিদ্বেষ বিতর্ক দূরে সরিয়ে বিশ্বকাপেই ফোকাস দক্ষিণ আফ্রিকার (South Africa)। আজ শারজায় শ্রীলঙ্কার সামনে প্রোটিয়ারা। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারলেও ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে মনোবল ফিরে পেয়েছে তেম্বা বাভুমার দল। তবে প্রোটিয়া শিবিরে তাড়া করে বেড়িয়েছে কুইন্টন ডি’কক (Quinton De kock) বিতর্ক।

শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে কুইন্টন ডি কক মাঠে খেলেন কিনা সেদিকে নজর থাকবে আপামর ক্রিকেটপ্রেমীদের। নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন ডি’কক। তবে উইনিং কম্বিনেশন কি ভাঙবে দক্ষিণ আফ্রিকা? নজর সে দিকেই থাকবে। লঙ্কাবাহিনীকে হারালে সেমির রাস্তা চওড়া করবে দঃ আফ্রিকা। তবে তাদের চিন্তায় রাখছে শারজার উইকেট। টস ফ্যাক্টরও যেখানে কার্যকর হতে পারে।

বাংলাদেশকে (Bangladesh) প্রথম ম্যাচে হারালেও অস্ট্রেলিয়ার (Australia) কাছে হারতে হয়েছে কুশল পেরেরাদের। বোলিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে গত ম্যাচে। প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার লড়াই শ্রীলঙ্কার। দলের টপ অর্ডার ঠিক মতো ক্লিক করছে না। নর্টজে-রাবাদাদের বিরুদ্ধে ব্যাটিং বিভাগকে কাজে লাগানোই প্রধান নজর।

আরও পড়ুন: T20 World Cup 2021 South Africa vs Sri Lanka Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচ

আরও পড়ুন: T20 World Cup 2021: অ্যাসেজের আগেই আজ রাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথ

আরও পড়ুন: T20 World Cup: আসিফের ব্যাটে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পাকিস্তানের

Next Article