শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) অষ্টম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। সুপার-১২ এ এখনও পর্যন্ত দুটি করে ম্যাচে খেলেছেন বাভুমা-শানাকারা। প্রোটিয়ারা অজিদের কাছে হেরে এ বারের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছেন বাভুমারা। তবে ওই ম্যাচেই কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিবাদে সামিল না হওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন কুইন্টন ডি’কক। সেই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। যদিও পরে তিনি এ বিষয়ে তাঁর বক্তব্য জানান। ফলে আজ লঙ্কানদের বিরুদ্ধে প্রথম একাদশে তিনি থাকেন কিনা সেদিকে নজর থাকবে। অন্যদিকে শ্রীলঙ্কা সুপার-১২-এর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কাপ অভিযান শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে অজিদের কাছে তাদের হারতে হয়েছে। ফলে দুই দলই এক জায়গায় দাঁড়িয়ে। শারজায় ২ পয়েন্ট কারা তুলে নেবে সেদিকেই বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটি আজ শনিবার (৩০ অক্টোবর) হবে।
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: অ্যাসেজের আগেই আজ রাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথ
আরও পড়ুন: T20 World Cup: আসিফের ব্যাটে বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পাকিস্তানের
আরও পড়ুন: T20 World Cup 2021: হারের হ্যাটট্রিক বাংলাদেশের, বিশ্বকাপ কার্যত শেষ সাকিবদের