T20 World Cup 2024: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে USA-র রেকর্ডের বন্যা, অল্পের জন্য রক্ষা পেল গেইলের নজির

Jun 02, 2024 | 1:28 PM

Canada vs USA, T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুটো দলই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে। ডালাসে হওয়া ওই ম্যাচে একঝাঁক রেকর্ড হয়েছে। এক ঝলকে দেখে নিন সেই সকল রেকর্ড।

T20 World Cup 2024: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে USA-র রেকর্ডের বন্যা, অল্পের জন্য রক্ষা পেল গেইলের নজির
T20 World Cup 2024: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে USA-র রেকর্ডের বন্যা, অল্পের জন্য রক্ষা পেল গেইলের নজির
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: জয় দিয়ে যে কোনও টুর্নামেন্টের শুরু করতে চায় প্রতিটি দল। মার্কিন মুলুকে শুরু হয়ে গেল টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। উদ্বোধনী ম্যাচে কানাডার বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুটো দলই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে। ডালাসে হওয়া ওই ম্যাচে একঝাঁক রেকর্ড হয়েছে। এক ঝলকে দেখে নিন সেই সকল রেকর্ড।

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হল যে সকল রেকর্ড—

  1. পুরুষদের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ডে তৃতীয় স্থানে পৌঁছে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে। কানাডার বিরুদ্ধে ৩ উইকেটে ১৯৭ রান তাড়া করে জিতেছে আমেরিকা। এর আগে ২০১৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড রেকর্ড ২৩০/৮ রান তাড়া করে জিতেছিল। বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৮/২ রান তাড়া করেছিল প্রোটিয়ারা।
  2. টি-২০ বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে ছুলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স। তিনি কানাডার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১০টি ছয় মেরেছেন। এর আগে টি-২০ বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড গড়েন ক্রিস গেইল। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১টি ছয় মারেন গেইল। এ ছাড়া ২০০৭ সালে গেইল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০টি ছয় মেরেছিলেন।
  3. পুরুষদের টি-২০ বিশ্বকাপে তৃতীয় উইকেটে সবচেয়ে বেশি পার্টনারশিপের রেকর্ড হয়েছে কানাডা-আমেরিকা ম্যাচে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় উইকেটে সবচেয়ে বেশি পার্টনারশিপের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৪ টি-২০ বিশ্বকাপে ১৫২ রানের পার্টনারশিপ গড়েছিলেন অ্যালেক্স হেলস ও ইওন মর্গ্যান। এ বার কানাডার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রর অ্যারন জোন্স ও আন্দ্রিস গাউস তৃতীয় উইকেটে ১৩১ রানের পার্টনারশিপ গড়েন।
  4. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সর্বাধিক পার্টনারশিপের রেকর্ড গড়েছেন অ্যারন জোন্স ও আন্দ্রিস গাউস। তাঁরা তৃতীয় উইকেটে কানাডার বিরুদ্ধে ১৩১ রানের পার্টনারশিপ গড়েছেন।
  5. মার্কিন যুক্ররাষ্ট্রের হয়ে সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন অ্যারন জোন্স। তিনি ২২ বলে অর্ধশতরান করেন।
  6. পুরুষদের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন অ্যারন জোন্স ও আন্দ্রিস গাউস। তাঁরা ৪২ বলে ১০০ রানের জুটি বেঁধেছিলেন।
Next Article