KL Rahul: নেটে ব্যাটিংয়ে রাহুল, ভিডিয়ো পোস্টে লখনউয়ের বার্তা, ‘খুব কাছে’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 18, 2023 | 1:41 AM

KL Rahul-LSG: থাই মাসলের চোটে আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলা হয়নি তাঁর। চোট এতটাই গুরুতর ছিল যে, অস্ত্রোপচার করাতে হয়।

KL Rahul: নেটে ব্যাটিংয়ে রাহুল, ভিডিয়ো পোস্টে লখনউয়ের বার্তা, ‘খুব কাছে’
Image Credit source: twitter

Follow Us

আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন নিশ্চিত নয়। তবে নেটে ব্যাটিং শুরু করলেন লোকেশ রাহুল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ তাঁর কাছে ভালো কাটেনি। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ। বাউন্ডারি বাঁচানোর চেষ্টায় অনেকটা দৌড়ন রাহুল। বাউন্ডারি বাঁচানো যায়নি। তার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। সেই থেকে নেটে প্র্যাক্টিস শুরু করলেন। দ্রুতই কি ফিরছেন? লখনউ সুপার জায়ান্টস মনে করছে তাই। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আরসিবি ম্যাচে চোট পাওয়ার পর মাঠে স্ট্রেচার আনা হয়। যদিও তাতে ওঠেননি রাহুল। সাপোর্ট স্টাফের কাঁধে হাত দিয়ে কোনওরকমে মাঠ ছাড়েন। চোট নিয়ে সকলের শেষে ব্যাটিংয়েও নামেন। যদিও তাঁর আইপিএল অভিযান যে শেষ হয়ে গিয়েছে, তেমনই ইঙ্গিত ছিল। হয়েছিল তাই। থাই মাসলের চোটে আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলা হয়নি তাঁর। চোট এতটাই গুরুতর ছিল যে, অস্ত্রোপচার করাতে হয়।

অস্ত্রোপচারের পর বিশ্রাম। এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব শুরু হয়। কয়েক দিন আগেই ছবি পোস্ট করেছিলেন। যাতে বার্তা দিয়েছিলেন, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। এ বার নেটে রাহুলের ব্যাটিংয়ের ভিডিয়ো পোস্ট করল তাঁর আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস। সঙ্গে লেখা, ‘খুব কাছাকাছি’।

সামনেই এশিয়া কাপ। এখনও দল ঘোষণা হয়নি। রাহুলের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েইছে। আদৌ এশিয়া কাপে খেলা হবে কীনা, ধোঁয়াশা কাটেনি। ভিডিয়ো দেখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিছুটা আশ্বস্ত হতেই পারেন। নেটে ব্যাটিংয়ে অবশ্য খুব বেশি অস্বস্তিতে দেখায়নি রাহুলকে। এশিয়া কাপে তাঁকে পাওয়া গেলে বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে খুশির খবর। দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সবটাই এখন ফিটনেসের ওপর নির্ভর করছে।

Next Article