Rohit Sharma: ধোনির মসনদে রোহিত? আগামী আইপিএলে চেন্নাইয়ে যাচ্ছেন হিটম্যান!

Mar 11, 2024 | 1:50 PM

IPL 2025: এ বারের আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের এক প্রাক্তন তারকা বলেছেন, আগামী আইপিএলে (IPL 2025) তিনি রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখতে চান চেন্নাই সুপার কিংসে। মহেন্দ্র সিং ধোনি অবসর নিলে হিটম্যান হোক সিএসকের ক্যাপ্টেন। এমনটাও ওই তারকা চান প্রবলভাবে। কে তিনি?

Rohit Sharma: ধোনির মসনদে রোহিত? আগামী আইপিএলে চেন্নাইয়ে যাচ্ছেন হিটম্যান!
ধোনির মসনদে রোহিত? আগামী আইপিএলে চেন্নাইয়ে যাচ্ছেন হিটম্যান!

Follow Us

কলকাতা: মাত্র ১০ দিন পর জমজমাট আইপিএল শুরু হবে। ফের ইয়েলোব্রিগেডকে স্বমহিমায় নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। গত বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের এক প্রাক্তন তারকা বলেছেন, আগামী আইপিএলে (IPL 2025) তিনি রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখতে চান চেন্নাই সুপার কিংসে। মহেন্দ্র সিং ধোনি অবসর নিলে হিটম্যান হোক সিএসকের ক্যাপ্টেন। এমনটাও ওই তারকা চান প্রবলভাবে। কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক সাক্ষাৎকারে সম্প্রতি অম্বাতি রায়ডু জানিয়েছেন, আগামী আইপিএলে ধোনি অবসর নিলে সিএসকের ক্যাপ্টেন হিসেবে তিনি দেখতে চান রোহিতকে। রায়ডু অতীতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন। গতবারের আইপিএলে খেলে তিনি অবসর নেন। রায়ডু বলেন, ‘রোহিত শর্মা এখনও ৫-৬ বছর আইপিএল খেলা চালিয়ে যেতে পারে। ও যদি ক্যাপ্টেন হতে চায়, তা হলে ওর জন্য কিন্তু পুরো বিশ্ব দরজা খুলে রেখেছে। ও খুব সহজেই যেখানে চাইবে, অধিনায়ক হতে পারবে।’ চেন্নাই সুপার কিংসের মধ্যমণি বরাবরই ধোনি। রায়ডু তাই বলেছেন, ‘আমি চাই রোহিত শর্মা ২০২৫ সালে চেন্নাই সুপার কিংসে খেলুক। আর যদি মহেন্দ্র সিং ধোনি অবসর নেন, তা হলে রোহিত নেতৃত্বও দিতে পারবে।’

মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ বার আইপিএল ট্রফি এনে দিয়েছেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে মুম্বইয়ে স্বর্ণযুগ কেটেছে। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন হিটম্যান। ২৪৩টি আইপিএল ম্যাচে এখনও অবধি ৬২১১ রান করেছেন রোহিত। আসন্ন আইপিএলে এ বার মুম্বইয়ের নেতা হিসেবে আর দেখা যাবে না রোহিত শর্মাকে। তাঁর জায়গায় ১৭তম আইপিএলে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

 

Next Article