Shane Warne: ‘মোজার ভেতরে লুকানো নোটের বান্ডিল’, কেন এমনটা করেছিলেন ওয়ার্ন?

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 31, 2022 | 6:59 PM

সাইমন্ডস বলেন, 'একবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলছিলাম। খেলার তৃতীয় দিনের মাথায় একটা ঘটনা ঘটেছিল। সে দিন আমি আর ও একসঙ্গেই হোটেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম। ওয়ার্নের হাত ভর্তি ক্রিকেটের সরঞ্জাম ছিল। ও অনেক জুতো আর মোজা ব্যবহার করত। তো হঠাৎই হাত থেকে জুতো, মোজাগুলো পড়ে যায়। তারপরই আমি চমকে যাই।'

Shane Warne: মোজার ভেতরে লুকানো নোটের বান্ডিল, কেন এমনটা করেছিলেন ওয়ার্ন?
শেন ওয়ার্ন। Courtesy: Twitter

Follow Us

মেলবোর্ন: শেন ওয়ার্ন (Shane Warne) স্মরণে বুধবার মেলবোর্নে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পিনের জাদুকরকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে মেলবোর্নে ভিড় জমিয়েছিলেন তাঁর সতীর্থ, ক্রীড়া অনুরাগী ও ভক্তরা। এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রতিটা পরতে পরতে জড়িয়েছিল ওয়ার্নের স্মৃতি। কিংবদন্তি লেগস্পিনারের স্মৃতিচারণ করার সময় আবেগতাড়িত হয়ে পড়েন অনেকে। মেলবোর্নে শেন ওয়ার্নের নামে একটা স্ট্যান্ডও উন্মোচন করা হয় বুধবার। স্মৃতিচারণ করতে গিয়ে এক বিশেষ মুহূর্তের কথা বলেন অ্যান্ড্রু সাইমন্ডস। শেন ওয়ার্নের সতীর্থ, অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার সাইমন্ডসও বুধবার আবেগতাড়িত হয়ে পড়েন পুরনো কথা বলতে গিয়ে। একটা সুন্দর মুহূর্তের কথা তুলে ধরেন প্রাক্তন অজি অলরাউন্ডার।

 

সাইমন্ডস বলেন, ‘একবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলছিলাম। খেলার তৃতীয় দিনের মাথায় একটা ঘটনা ঘটেছিল। সে দিন আমি আর ও একসঙ্গেই হোটেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম। ওয়ার্নের হাত ভর্তি ক্রিকেটের সরঞ্জাম ছিল। ও অনেক জুতো আর মোজা ব্যবহার করত। তো হঠাৎই হাত থেকে জুতো, মোজাগুলো পড়ে যায়। তারপরই আমি চমকে যাই।’

 

কি সেই চমক? ওয়ার্নের স্মৃতিচারণায় সাইমন্ডস বলেন, ‘মোজার ভাজে ভাজে লুকানো ১০০ ডলারের নোট। মাটিতে অজস্র নোটের বান্ডিল ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন আমি ওয়ার্নকে জিজ্ঞাসা করি, এগুলো কি? ওয়ার্ন হাসতে হাসতে উত্তর দেয়, ওহ! এগুলো আমি আগের রাতে ক্যাসিনোতে জিতেছিলাম। আর তুমি তো জানই, যার কাছে অর্থ, সেই রাজা।’

 

আরও অনেক প্রাক্তন ক্রিকেটাররা উপস্থিত হয়েছিলেন মেলবোর্নে। তাঁরা প্রত্যেকেই শেন ওয়ার্নের স্মৃতি চারণ করেন। যে খানে ওয়ার্নকে শেষ বিদায় জানানো হল, ওই মাঠেই ২০০৭ সালে ৭০০ উইকেট পেয়েছিলেন ওয়ার্ন।

 

 

আরও পড়ুন: Tiger Woods Comeback: বিভীষিকার দিন ভুলিয়ে আবার কোর্সে ফিরতে চলেছেন টাইগার উডস

Next Article