AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

In Depth: লাল ও কালো, দেখতে তো এক! পার্থক্যই বা কী? টস জিতলে…

Types of pitches: কোন বোলার এবং ব্যাটার কী ভাবে এর সুবিধা নেবেন, সেটা বুদ্ধিমত্তার পাশাপাশি ধৈর্যের উপরও নির্ভর করে। ক্রিকেটের নানা বিষয় নিয়েই যখন আলোচনা হয়, তা হলে পিচই বা বাদ যায় কেন! কারণ, পিচের উপরও নির্ভর করে ম্যাচের ফল এবং কম্বিনেশন।

In Depth: লাল ও কালো, দেখতে তো এক! পার্থক্যই বা কী? টস জিতলে...
Image Credit: Robert Cianflone/Alex Davidson-ICC/ICC via Getty Images
| Updated on: Oct 07, 2024 | 5:37 PM
Share

পিচ, ‘পিচ’। উচ্চারণ একই। অর্থ দুটো। ক্রিকেটে পিচ বলতে মাঠকেও বোঝায়, আবার বাইশগজও। ঠিক যেমন উইকেট মানে স্টাম্প বোঝায় আবার বাইশগজ বা পিচও! ব্যাটিংয়ে নানা শট, বোলিংয়ের বৈচিত্র নিয়ে অনেকই তো আলোচনা হয়। পিচেরও তো নানা রকম ভেদ রয়েছে। প্রত্যেকটির বিশেষ-সুবিধা অসুবিধাও। সাদা-বলের ক্রিকেট বা সীমিত ওভারের ম্যাচে এর খুব একটা প্রভাব পড়ে না। কিন্তু টেস্ট ক্রিকেটে এর প্রভাব অনেক অনেক বেশি। প্রতি সেশনেই, এমনকি প্রতিটি ডেলিভারিতেই খেল দেখাতে পারে পিচ। কোন বোলার এবং ব্যাটার কী ভাবে এর সুবিধা নেবেন, সেটা বুদ্ধিমত্তার পাশাপাশি ধৈর্যের উপরও নির্ভর করে। ক্রিকেটের নানা বিষয় নিয়েই যখন আলোচনা হয়, তা হলে পিচই বা বাদ যায় কেন! কারণ, পিচের উপরও নির্ভর করে ম্যাচের ফল এবং কম্বিনেশন। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন