Anshul Kamboj: অংশুলের মধ্যে জাহির-বুমরার মিল পাচ্ছেন কিংবদন্তি! কী বলছেন?
IND vs ENG 4th Test: টেস্টে এখনও সুযোগ পাননি। ম্যাঞ্চেস্টারে খেলার সম্ভাবনা ছিল, চোটে ছিটকে গিয়েছেন। কিংবদন্তিদের তালিকায় আরও একটা নাম এখন থেকেই যোগ করা যায়। জসপ্রীত বুমরা। সদ্য টেস্ট টিমে ডাক পাওয়া অংশুল কম্বোজের মধ্যে জাহির এবং বুমরার মিল পাচ্ছেন ভারতের এক কিংবদন্তি!

ভারতের কিংবদন্তি পেসারদের তালিকায় নিঃসন্দেহে জায়গা করে নেবেন জাহির খান। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। একটা সময় ভারতীয় দলের নির্ভরযোগ্য পেসার ছিলেন। তাঁর পর অবশ্য বাঁ হাতি পেসার সেই অর্থে আর খুঁজে পায়নি ভারতীয় দল। অনেককে চেষ্টা করা হয়েছে। সাফল্য পাননি কেউই। এখনকার টিমে অর্শদীপ সিং রয়েছেন। তবে টেস্টে এখনও সুযোগ পাননি। ম্যাঞ্চেস্টারে খেলার সম্ভাবনা ছিল, চোটে ছিটকে গিয়েছেন। কিংবদন্তিদের তালিকায় আরও একটা নাম এখন থেকেই যোগ করা যায়। জসপ্রীত বুমরা। সদ্য টেস্ট টিমে ডাক পাওয়া অংশুল কম্বোজের মধ্যে জাহির এবং বুমরার মিল পাচ্ছেন ভারতের এক কিংবদন্তি!
মাল্টি ফরম্যাটে ভরসা ছিলেন জাহির খান। তাঁর বিষাক্ত সুইং এবং ইয়র্কারের কথা আলাদা করে বলতে হয়। জসপ্রীত বুমরা কমপ্লিট বোলার। সব ফরম্যাটেই ভারতের ভরসা। জাহির কিংবা বুমরার সঙ্গে যে কারও তুলনা হয় না, বলাই যায়। তবে অংশুল কম্বোজের মধ্যে বৈচিত্রের দিক থেকে মিল খুঁজে পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন হলেও আইপিএল এবং ক্লাব ক্রিকেটে খেলছেন। চেন্নাই সুপার কিংসে অশ্বিনের সতীর্থ অংশুল। তাঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। হয়তো সে কারণেই অংশুলকে নিয়ে আরও ভালো ভাবে বলতে পারছেন।
বুধবার শুরু ম্যাঞ্চেস্টার টেস্ট। চোটে সিরিজ থেকেই ছিটকে যাওয়া নীতীশ কুমরা রেড্ডির জায়গায় স্কোয়াডে যোগ করা হয়েছে অংশুলকে। মনে করা হচ্ছে, এই ম্যাচে অভিষেকও হতে পারে। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘অংশুলের যেটা বিশেষত্ব, ও খুব ভালো ভাবে প্ল্য়ানটা বোঝে। আমি অনেক এমন পেসারকেই দেখেছি, যাকে প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করলে শুধু বলে, মাঠে নেমে সেরাটা দিতে চায় আর খেলাটা উপভোগ করতে চায়।’
অংশুলের মধ্যে আলাদা কী? অশ্বিন যোগ করেন, ‘অংশুল জানে ওর কী প্ল্যান, আর সেটার জন্য কী করতে হবে। এই বিষয়টা অনেক পেসারের মধ্যেই থাকে না। জাহির খান এদিক থেকে দুর্দান্ত ছিলেন। আর সাম্প্রতিক যদি বলি, আমাদের জস্সি (জসপ্রীত বুমরা)। ও প্ল্যান বোঝে, সেই প্ল্যান নিঁখুত ভাবে কাজে লাগাতেও জানে। অংশুলের মধ্যে সেই বৈচিত্রটাই রয়েছে। আমি কিন্তু কারও সঙ্গে তুলনা করছি না। দক্ষতার দিক থেকে সকলেই আলাদা হয়।’
