কলকাতা: সময় ও সুযোগ এই দুটো পেলে বিরাট কোহলি কখনও অনুষ্কা শর্মাকে নিয়ে প্রশংসা করায় কার্পণ্য করেন না। এই তারকা দম্পতির জনপ্রিয়তা তুঙ্গে। বিরুষ্কার এখন ভরা সংসার। এতদিন তাঁরা তিনজন ছিলেন। এখন তাতে যোগ দিয়েছে আর এক খুদে। ২০১৩ সালে প্রথম দেখাতেই অনুষ্কার প্রেমে পড়েছিলেন বিরাট। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে বিরাট-অনুষ্কার চার হাত এক হয়েছিল। বর্তমানে বিরাট কোহলি দেশের মাটিতে হওয়া আইপিএলে ব্যস্ত। আর অনুষ্কা শর্মা? তিনি কোথায়? বিরুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লন্ডনে। তার পর তাঁর দেশে ফেরার খবর পাওয়া যায়নি। এরই মাঝে অনুষ্কার অনুরাগীরা এক বিষয় নিয়ে চিন্তিত। কী?
সিনেদুনিয়ার বেশ পরিচিত মুখ অনুষ্কা শর্মা। কিন্তু বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর তাঁর সিনেমায় কাজ করার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। তবে বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ণ ততটাই গাঢ় হয়েছে। বিরাট একাধিকবার বলেছেন, অনুষ্কা তাঁর জীবনে আসার পর তিনি পুরো পালটে গিয়েছেন।
এ বার প্রশ্ন হল বিরাটের জন্য কি অনুষ্কার কেরিয়ার শেষ? তা অবশ্য বলা যায় না। কারণ বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর তিনি একাধিক সিনেমায় কাজ করেছেন। তা হলে এই প্রসঙ্গ আসছে কেন? কারণ, বিরাট ও অনুষ্কার মেয়ে ভামিকা হওয়ার সময় এবং তারপর বেশ লম্বা বিরতি নিয়েছিলেন অনুষ্কা শর্মা। আর সেটা স্বাভাবিক। কিন্তু ভামিকা একটু বড় হতেই অনুষ্কা আবার লাইটস, ক্যামেরা, অ্যাকশনে ফেরেন। করেন ভারতীয় প্রাক্তন মহিলা তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ এর শুটিং। সিনেমাটি এখনও মুক্তি পায়নি। কিন্তু তারপর আবার সিনেদুনিয়া থেকে লম্বা ব্রেক নিয়েছেন অনুষ্কা।
১৫ ফেব্রুয়ারি বিরুষ্কার দ্বিতীয় সন্তান অকায় কোহলির জন্ম হয়েছে। দ্বিতীয় সন্তান জন্মের পর তিনি কতদিন বিরতি নেবেন তা তাঁর থেকে ভালো কেউ জানেন না। কিন্তু কেরিয়ারের সবচেয়ে বড় সময়ে হঠাৎ অনুষ্কার এই পুরোপুরি সংসারী হয়ে ওঠা নিয়ে আলোচনা চলেই। অনুষ্কা হয়তো আবার ফিরবেন সিনেমার পর্দায়। তাই বিরাটের জন্য তাঁর কেরিয়ার শেষ এমনটা এক্কেবারেই বলা যায় না।
বিরাট কোহলি অতীতে একাধিক সাক্ষাৎকারে মা হিসেবে অনুষ্কার যে ত্যাগ তা নিয়ে বরাবর প্রশংসা করেছেন। অনুষ্কাকে দেখে তিনি অনুপ্রাণিত হন বলেও জানিয়েছেন। মা হওয়ার পর অনুষ্কা আরও বেশি দায়িত্ববান হয়েছেন বলে জানিয়েছিলেন কিং কোহলি। বিরাটের জীবন, সংসার দুই-ই সাজিয়েছেন অনুষ্কা। এ বার ফের তাঁর অনুরাগীরা চায় প্রয়োজনীয় বিরতি নিয়ে কাজে ফিরুন অনুষ্কা। এবং আরও একাধিক সুপারহিট সিনেমা উপহার দিন তিনি।