Anushka Sharma at Chinnaswamy: কখনও উচ্ছ্বাস, পরক্ষণেই হতাশ; আরসিবির লাকি চার্ম হতে পারলেন না বিরাট-পত্নী

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 11, 2023 | 1:03 PM

RCB vs LSG, IPL 2023: ১৬তম আইপিএলে প্রথম বার স্টেডিয়ামে দেখা গেল অনুষ্কা শর্মাকে। সোমবার ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে আরসিবির ম্যাচ দেখতে চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে যান বিরাট-জায়া।

Anushka Sharma at Chinnaswamy: কখনও উচ্ছ্বাস, পরক্ষণেই হতাশ; আরসিবির লাকি চার্ম হতে পারলেন না বিরাট-পত্নী
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: একটা সময় আইপিএলে (IPL 2023) বিরাট কোহলির সমর্থনে স্টেডিয়ামে অনুষ্কা শর্মার (Anushka Sharma) উপস্থিতি রুটিনের মধ্যে পড়ত। বিয়ের আগে এবং পরেও গ্যালারিতে আরসিবির হয়ে গলা ফাটাতে পৌঁছে যেতেন অনুষ্কা। ২০২৩ আইপিএলে পুরনো সবকিছুই ফিরেছে। চিন্নাস্বামীর গ্যালারিতে ফিরেছেন অনুষ্কাও। আশা ছিল, ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দেখতে আসবেন বলিউড অভিনেত্রী। সে বার না হলেও পরের ম্যাচেই দেখা গেল অনুষ্কাকে। সোমবার আরসিবির (RCB) ঘরের মাঠে খেলা দেখতে বেঙ্গালুরু গিয়েছিলেন অনুষ্কা। ব্যাঙ্গালোরের গরমে মানানসই সাদা পোশাকে বরাবরের মতোই উজ্জ্বল বিরাট-পত্নী। ম্যাচ চলাকালীন তাঁর আচরণ বারবার ধরা পড়ল ক্যামেরায়। কখনও শিশুর মতো উচ্ছ্বাস, হাততালি দিয়ে উঠলেন। কখনও টেনশনে ভরা মুখ। মুখের মিষ্টি হাসি উধাও হল ম্যাচ শেষে। সোমবারের ম্যাচে বিরাট কোহলির মুড যেমন বারে বারে পাল্টেছে, গ্যালারিতে অনুষ্কাকেও দেখা গেল একই মেজাজে। বিস্তারিত TV9 Bangla-য়।

এ বারের আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ঘরের মাঠে প্রথম ম্যাচে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। যদিও ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ পর্যন্ত হতাশায় মাঠ ছাড়েন। সোমবার ঘরের মাঠেও দেখা গেল বিরাট দাপট। গ্যালারিতে উপস্থিত স্ত্রীকে হতাশ করলেন না মোটেও। ৩৫ বলে অর্ধশতরান করেন বিরাট। স্টেডিয়ামে বসে কোহলির ৪৪ বলে ৬১ রানের দাপুটে ইনিংস দেখলেন অনুষ্কা। স্ট্যান্ড থেকে স্বামীকে চিয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। চিন্নাস্বামীতে ডুপ্লেসি-বিরাটের পার্টনারশিপ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। সেদিন মাঠে ম্যাক্সওয়েল ঝড়ও উঠেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দাপুটে ইনিংসে অনুষ্কার মুখে চওড়া হাসি দেখা গিয়েছে। ম্যাচের শেষদিকে যা একেবারেই উধাও হয়ে গিয়েছিল।

অনুষ্কাকে আরসিবি বা বিরাট কোহলির লাকি চার্ম হিসেবে ধরা হয় না। বরং তিনি থাকলেই নাকি ম্যাচ হেরে যায়, এমন অপবাদ জুটেছে অতীতে বহুবার। কুসংস্কারাচ্ছন্ন মানুষরা তাঁকে বারবার টার্গেট করায় মুখ খুলেছিলেন অনুষ্কা। এদিনও শেষ ওভারের থ্রিলারে আরসিবির অবাক হারের সাক্ষী থাকলেন অনুষ্কা। ম্যাচটি ১ উইকেটে হেরে গিয়েছে আরসিবি। ঘরের মাঠে বিরাটের দাপুটে ইনিংস জলে গিয়েছে।

Next Article