Ranji Trophy 2022-23: অনুষ্টুপের অর্ধশতরান, সেমিফাইনাল কার্যত হাতের মুঠোয় বাংলার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 11, 2023 | 1:15 PM

প্রথম ইনিংসে ব্যাট হাতে কামাল দেখানোর পর দ্বিতীয় ইনিংসে চালকের আসনে মনোজ তিওয়ারিরা।

Ranji Trophy 2022-23: অনুষ্টুপের অর্ধশতরান, সেমিফাইনাল কার্যত হাতের মুঠোয় বাংলার
Image Credit source: Twitter

Follow Us

ইন্দোর: গুটি গুটি পায়ে রঞ্জি ট্রফির ফাইনালের দিকে এগোচ্ছে বাংলা (Bengal Team)। ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনালের (Ranji Trophy 2022-23) চতুর্থ দিনে ফ্রণ্টফুটে রয়েছে বাংলা। ইতিমধ্যেই ৪০০ রানের লিড পার হয়ে গিয়েছে। প্রথম ইনিংসে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান এসেছে অনুষ্টুপের ব্যাটে। প্রথম ইনিংসে ব্যাট হাতে কামাল দেখানোর পর দ্বিতীয় ইনিংসে চালকের আসনে মনোজ তিওয়ারিরা। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

সুদীপ ঘরামির ২১৩ বলে ১১২ রান এবং অনুষ্টুপ মজুমদারের ২০৬ বলে ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৪৩৮ রান তোলে বাংলা। শেষের দিকে ব্যাট করতে নেমেও অভিষেক পোড়েলও ৫১ রানের ইনিংস খেলেন। মনোজ তিওয়ারিও ৪২ রান করেন। বেশ কিছুদিন ধরে ব্যাট হাতে সেভাবে প্রভাব না ফেললেও দলের মনোবল বৃদ্ধিতে যোগ্য অধিনায়কের মতোই কাজ করে চলেছেন তিনি ।

জবাবে ব্যাট করতে নেমে আকাশ দীপ এর অনবদ্য বোলিংয়ের জেরে মধ্যপ্রদেশের তাবড় তাবড় ব্যাটাররা জেরবার হয়ে ওঠেন। মাত্র ১৭০ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। মধ্যপ্রদেশের হয়ে সারানস জৈন ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও সেভাবে আর কেউ নিজেদের মেলে ধরতে পারেনি।
দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলার ওপেনার করন এবং অভিমন্যু যথাক্রমে ১৯ এবং ১৭ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। প্রথম ইনিংসের শতরানকারী সুদীপ ঘরামি দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিকতা অব্যাহত রেখে ৩টি চার ও ১টি ছয় মিলিয়ে ৪১ রানের ইনিংস খেলেন। চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত অনুষ্টুপ এবং মনোজ যথাক্রমে ৫৫ এবং ১৪ রানে অপরাজিত রয়েছেন।

মধ্যপ্রদেশের হয়ে কুমার কর্তিকেয়া ১টি এবং সারানস জৈন ২টি উইকেট পেয়েছেন। এখনও পর্যন্ত বাংলার রান তিন উইকেট হারিয়ে ১৫৮। স্কোরবোর্ডে ৪২৬ রানের পাহাড়প্রমাণ লিড। এখন দেখার বিষয় এটাই যে মনোজ তিওয়ারির বাংলা ঠিক কত রানের বোঝা আদিত্য শ্রীবাস্তবদের কাঁধে চাপিয়ে দিতে পারে।

Next Article