Ind vs Aus, BGT 2023: পরপর ছক্কা হাঁকিয়ে মার্ফি ‘ভূত’ তাড়ালেন সামি, হতবাক বিরাট-রাহুলরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 13, 2023 | 8:44 AM

Axar Patel and Mohammed Shami: ভারতীয় দলের মুখ্য পেসার, ব্যাটারের ভূমিকায় পেলেন ফুল মার্কস। তাড়ালেন মার্ফি 'ভূত'।

Ind vs Aus, BGT 2023: পরপর ছক্কা হাঁকিয়ে মার্ফি ভূত তাড়ালেন সামি, হতবাক বিরাট-রাহুলরা
Image Credit source: Twitter

Follow Us

নাগপুর: টড মার্ফি (Todd Murphy)। অস্ট্রেলিয়ার এই ২২ বছরের স্পিনারের ঘূর্ণিতে কেঁপে গিয়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল মার্ফির ফাঁদে পা দিয়েছেন অনায়াসে। অভিষেক টেস্টে হইচই ফেলে দেওয়া সেই অজি স্পিনারের বিরুদ্ধে চার, ছক্কা বর্ষণ করলেন মহম্মদ সামি (Mohammed Shami)। ভারতীয় দলের মুখ্য পেসার, ব্যাটারের ভূমিকায় পেলেন ফুল মার্কস। একইসঙ্গে ভারতীয়দের ঘাড় থেকে তাড়ালেন আনকোরা মার্ফি ‘ভূত’। যে স্পিনারের বিরুদ্ধে হিমশিম খেলেন বিরাট, রাহুলরা তাঁর বল অনায়াসে মাঠের বাইরে ফেললেন (Ind vs Aus)। ৩টি ছয় ও ২টি চারের সাহায্যে ৪৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে নাগপুরের স্টেডিয়াম মাতিয়ে দিলেন সামি। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

পিচে কোনও জুজু নেই। নাগপুরে সেঞ্চুরি হাঁকিয়ে প্রমাণ করে দিয়েছিলেন রোহিত শর্মা। ধারণা আরও পোক্ত করলেন রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সামিরা। শনিবার দিনের প্রথমেই আউট হন রবীন্দ্র জাডেজা (৭০)। আগের দিনে পাঁচ উইকেট নেওয়া টড মার্ফি দিনের শুরুতেই জাড্ডুকে ফিরিয়ে অজিদের সাফল্য এনে দেন। মহম্মদ সামির উইকেটও নিলেন মার্ফি। যদিও তার আগে ভারতীয় দলের পেসার ব্যাট হাতে নাস্তানাবুদ করে ছাড়লেন মার্ফিকে। বিরক্তিতে চশমার পিছনের হতাশ চোখদুটি স্পষ্ট বোঝা যাচ্ছিল। ভ্রু কুঁচকে যাচ্ছিল অজি স্পিনারের। জাডেজা আউট হওয়ার পর অক্ষর প্যাটেলের সঙ্গে সামির জুটিতে ৫২ রান আসে। তার মধ্যে সামির অবদান ৩৭ রান। শুরু থেকেই সামির নিশানায় ছিলেন অজিদের তুরুপের তাস মার্ফি। তাঁর তিনটি ছক্কা মার্ফির বলে।

অন্যদিকে ১৭৪ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন অক্ষর প্যাটেল। নাগপুরে অক্ষরের ব্যাটে শতরান দেখার অপেক্ষা ছিল। ১৩৯.৩ ওভারে প্যাট কামিন্সের বলে বোল্ড আউট হন অক্ষর। শতরান হাতছাড়া হলেও প্রথম ইনিংসে ২২৩ রানের বড় লিডের পিছনে অক্ষরের অবদান অনস্বীকার্য। মার্ফির ঘূর্ণিতে ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হলেও লোয়ার অর্ডার ব্যাটারদের সৌজন্যে প্রথম ইনিংসে ভারতকে সহজে গুটিয়ে দেওয়া হল না অস্ট্রেলিয়ার।

Next Article