Ind vs Aus, BGT 2023: লাগাতার ফ্লপ শো, দ্বিতীয় টেস্টে রাহুলের পরিবর্তে গিল?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 11, 2023 | 11:06 AM

KL Rahul: ওপেনার ব্যাটার লোকেশ রাহুলের ফ্লপ শো কন্টিনিউ। নাগপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাঁর অবদান ২০ রান। ক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা 'রাহুল হটাও' স্লোগান তুলছেন। সিরিজের পরের টেস্টের একাদশে রাহুলের স্থান কি বিপদে?

Ind vs Aus, BGT 2023: লাগাতার ফ্লপ শো, দ্বিতীয় টেস্টে রাহুলের পরিবর্তে গিল?
Image Credit source: Twitter

Follow Us

নাগপুর: আর কত সুযোগ? ওপেনার ব্যাটার লোকেশ রাহুলকে (KL Rahul) দেখে একটাই প্রশ্ন ক্রিকেট সমর্থকদের। ব্যক্তিগত কারণে সাময়িক বিরতির পর বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) দলে ফিরেছেন অফ ফর্মে থাকা রাহুল। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে রাহুল নামায় নাগপুর টেস্টের একাদশে জায়গা হয়নি দুর্ধর্ষ ফর্মে থাকা শুভমন গিলের। কিন্তু রোহিত-দ্রাবিড়ের ভরসার মর্যাদা দিতে পারছেন কই। প্রথম ইনিংসে আউট হয়েছেন মাত্র ২০ রানে। চূড়ান্ত অফ ফর্মে থাকা রাহুলকে বারবার সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ‘রাহুল হটাও’ রব তুলেছেন তাঁরা। তাহলে কি দিল্লিতে দ্বিতীয় টেস্টে রাহুলের পরিবর্তে প্রথম একাদশে শুভমন গিলকে ফেরানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট? উৎসুক ক্রিকেট জনতার প্রশ্নের উত্তর দিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Bikram Rathour)। কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla

যে পিচে অস্ট্রেলিয়া ১৭৭ রান তুলতে হিমশিম খেয়েছে সেখানেই সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। একাই ১২০। অর্ধশতরান করেছেন রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল। প্রথমেই রোহিতের প্রশংসায় ভাসেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তিনি বলেন, “ওই ১২০ রানের জন্য রোহিত শর্মাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। এই পিচে রান তোলা সহজ নয়। রোহিতকে দেখে ভালো লেগেছে। আসলে রোহিতের ব্যাটিংয়ের এটাই স্পেশালিটি। ইংল্যান্ডের গতিময় পিচে ও রান তুলেছে। কিন্তু এই ইনিংস দেখলে বোঝা যাবে কতটা পরিশ্রম করতে হয়েছে। এমনিতে রোহিত প্রথমদিকে কিছুটা রান তোলার পরের দিকে অনায়াসে স্কোর এগিয়ে নিয়ে যান। কিন্তু এই ইনিংসে সেটা সম্ভব হয়নি।” জাডেজা-অক্ষরের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর গলায়।

যদিও ফ্লপের খাতায় নাম লেখানো লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন ব্যাটিং কোচ। কেন এত সুযোগ পাচ্ছেন রাহুল? উত্তরে রাঠৌর বলেন, “কেএলের বিষয়ে মন থেকে একটা কথা বলতে চাই। শেষ ১০টি টেস্ট ইনিংসে ওর নামের পাশে বেশ কয়েকটি শতরান ও অর্ধশতরান রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ওর নামের পাশে শতরান রয়েছে। তাই আমার মনে হয় না যে প্লেয়িং ইলেভেনে কেএলের স্থান নিয়ে প্রশ্ন তোলার মতো পরিস্থিতি এসে গিয়েছে।”

Next Article