লাহলি: বাংলা বিপদে পড়লেই দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। তিনি অনুষ্টুপ মজুমদার (Anustup Majumder)। ৩৮ বছর বয়সেও সেই নিয়মে কোনও ব্যতিক্রম নেই। অতীতে বহুবার বাংলাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। চলতি রঞ্জিতেও সেই ফর্ম ধরে রেখেছেন বাংলা দলের ‘স্যাভিওর’। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, বরোদার মতো হরিয়ানার বিরুদ্ধেও বঙ্গশিবিরের ত্রাতা সেই অনুষ্টুপ। ১০৯-৪ থেকে বাংলার স্কোরকে তিনশোর গন্ডি পার করালেন ‘রুকু’। বাংলা দলে এদিন তিনটি পরিবর্তন আনা হয়। জাতীয় দলে ডাক পাওয়ায় নেই শাহবাজ আহমেদ। এ ছাড়া সায়নশেখর মণ্ডল, অভিষেক দাসকে দলে রাখা হয়নি বাংলার টিম ম্যানেজমেন্ট (Ranji Trophy 2022-23)। দলে এলেন করণ লাল, শুভঙ্কর বল আর প্রদীপ্ত প্রামাণিক। রঞ্জিতে অভিষেক হয় টাউনের ক্রিকেটার শুভঙ্করের। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হরিয়ানা। ম্যাচ রিপোর্ট TV9 Bangla-য় ।
ওপেনিংয়ে অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ব্যাট করতে নামেন করণ লাল। ব্যক্তিগত ২০ রানে ফিরে যান করণ। রান পাননি সুদীপ ঘরামিও (১০)। ৫৭ রানে আউট হন ঈশ্বরন। অধিনায়ক মনোজ তিওয়ারি ফিরে যান ১ রানে। হর্ষল প্যাটেলের পেসে দিশেহারা হয়ে যায় বঙ্গ ব্যাটিং লাইনআপ। সেখান থেকেই অনুষ্টুপ রুখে দাঁড়ান। নবাগত শুভঙ্করের সঙ্গে ৯২ রানের পার্টনারশিপ করেন অনুষ্টুপ। রঞ্জি অভিষেকে গুরুত্বপূর্ণ ৩০ রান করেন শুভঙ্কর বল। এরপর অভিষেক পোড়েলের সঙ্গে জুটি বেঁধে ৯৫ রান করেন অনুষ্টুপ। ৪৯ রানে আউট হন অভিষেক।
দলের বিপদে একা বুক চিতিয়ে লড়াই জারি রাখেন অনুষ্টুপ। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বাদশ শতরান করে ফেলেন তিনি। ১৩৭ রানে ক্রিজে আছেন অনুষ্টুপ। তাঁর সঙ্গে ২৩ রানে অপরাজিত প্রদীপ্ত প্রামাণিক। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে বাংলার স্কোর ৩৩৫। বুধবারের লাঞ্চ পর্যন্ত টিকে থাকাই প্রাথমিক লক্ষ্য বঙ্গ শিবিরের। তবে ক্রিজে যতক্ষণ অনুষ্টুপ আছেন, স্কোরবোর্ড নিয়ে চিন্তা নেই টিম বেঙ্গলের।