Virat Kohli ভিডিয়ো: রোহিত যেমন পন্থ সম্পর্কে বলেছিলেন…বিরাটকে নিয়ে বিদ্রুপ ব্যাটিং কোচের!

Jun 22, 2024 | 5:31 PM

ICC MEN’S T20 WC 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। আইপিএলে ওপেন করেন। এ বারও করেছেন। ৭০০-র উপর রান, একটি সেঞ্চুরিও করেছেন আইপিএলের গত সংস্করণে। স্বাভাবিক ভাবেই দাবি ওঠে, বিশ্বকাপেও রোহিতের সঙ্গে ওপেন করুন বিরাট কোহলি। ভারতের প্রাক্তনরা তো বলেইছেন, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আরও বড় মন্তব্য করেছিলেন।

Virat Kohli ভিডিয়ো: রোহিত যেমন পন্থ সম্পর্কে বলেছিলেন...বিরাটকে নিয়ে বিদ্রুপ ব্যাটিং কোচের!
Image Credit source: BCCI

Follow Us

ভারতীয় দলে এখন গুরুত্বপূর্ণ সদস্য ঋষভ পন্থ। তবে ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ মনে পড়ে? ভারতীয় দল সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশন নিয়ে। স্ট্যান্ড বাইতে থাকা সত্ত্বেও মূল স্কোয়াডে ডাক পড়েনি অম্বাতি রায়ডুর। হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিকের পাশাপাশি সে সময় একেবারে তরুণ ঋষভ পন্থ। চার নম্বরে ভরসা দিতে পারেননি কেউই। সাংবাদিক সম্মেলনে ঋষভ পন্থকে নিয়ে প্রশ্ন উঠতেই রোহিত জানিয়েছেন, আপনারাই তো চেয়েছিলেন…। এরপরই হাসি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের আগে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্নে ঠিক যেন একই পথে হাঁটলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

ঘটনাটা ঠিক কী ছিল? ২০১৯ বিশ্বকাপের আগে তরুণ ডাকাবুকো ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে প্রচুর প্রত্যাশা তৈরি হয়েছিল। যদিও সে সময় ঋষভ এতটা পরিণত ছিলেন না। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে সে সময় নজর কাড়তে পারেননি। সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল চার নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে পন্থকে খেলানো নিয়ে। রোহিত মুচকি হেসে খানিকটা বিদ্রুপের সুরেই বলেছিলেন, ‘আপনারাই তো বলছিলেন, ঋষভকে খেলাও…ঋষভকে খেলাও। নিন, চার নম্বরে হাজির ঋষভ।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। আইপিএলে ওপেন করেন। এ বারও করেছেন। ৭০০-র উপর রান, একটি সেঞ্চুরিও করেছেন আইপিএলের গত সংস্করণে। স্বাভাবিক ভাবেই দাবি ওঠে, বিশ্বকাপেও রোহিতের সঙ্গে ওপেন করুন বিরাট কোহলি। ভারতের প্রাক্তনরা তো বলেইছেন, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আরও বড় মন্তব্য করেছিলেন। হেডেনের দাবি ছিল, বিরাট ওপেন না করলে ওকে খেলানোরই প্রয়োজন নেই।

অতীতেও ভারতীয় দলে ইনিংস ওপেন করেছেন বিরাট কোহলি। এ বার অবশ্য সাফল্য পাননি। গ্রুপ পর্বে তিন ম্যাচে ৫ রান। সুপার এইটে প্রথম ম্যাচে ২৪ বলে ২৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট কোহলি। তাঁকে কি পছন্দের তিন নম্বরে পাঠানো উচিত? বাংলাদেশ ম্যাচের আগে এমন প্রশ্নে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের হেসে পাল্টা প্রশ্ন, ‘ও ওপেন করছে খুশি নন? যতদূর মনে পড়ে সকলেই চেয়েছিল বিরাট ওপেন করুক।’

স্বাভাবিক ভাবেই সাংবাদিক পাল্টা জানান, আসলে ও তো বেশ কিছু ম্যাচে রান পায়নি। বিক্রম রাঠোর বলেন, ‘আমরা সে সব নিয়ে ভাবছি না। ব্যাটিং অর্ডার নিয়ে আমরা খুশি। যদি কোনও পরিবর্তন হয়, সেটা হবে প্রতিপক্ষ এবং পরিস্থিতি বিবেচনা করে।’ বিক্রম রাঠোরের হাসি এবং পাল্টা প্রশ্নে গুঞ্জন, এটা বিদ্রুপ নয় তো! টিম ম্যানেজমেন্ট কি তা হলে নিজেদের সিদ্ধান্তে ব্যাটিং অর্ডার গড়েনি?

Next Article