হায়দরাবাদ: শেষ ওভারে জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের প্রয়োজন ছিল ২০ রান। রুদ্ধশ্বাস মুহূর্তে ক্যাপ্টেন রোহিত শর্মা বল হাতে তুলে দিলেন দলের অন্যতম কনিষ্ঠ সদস্যের হাতে (IPL 2023)। ক্যাপ্টেনের ভরসার মান রাখলেন মাত্র এক ম্যাচ আগে অভিষেক হওয়া অর্জুন তেন্ডুলকর। টানটান মুহূর্তে নিখুঁত ইয়র্কারে বিব্রত করেন সানরাইজার্স ব্যাটারদের (SRH vs MI)। ওভারের দ্বিতীয় বলে আবদুল সামাদ রানআউট হয়ে ফিরে যান। ওভারের পঞ্চম বলে ভুবনেশ্বর কুমারের উইকেট নিয়ে বাজিমাত করেন অর্জুন (Arjun Tendulkar)। ওভারে দিলেন মাত্র ৪ রান সঙ্গে একটি উইকেট। শেষ ওভারের পঞ্চম বলে অর্জুন, ভুবিকে ফেরাতেই ১৭৮ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। কেরিয়ারের প্রথম উইকেট তুলে নেওয়ার পাশাপাশি মুম্বইকে ১৪ রানে জয় এনে দিলেন সচিন-পুত্র। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
এদিন ৪০ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। তাঁর ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ তিন ওভারে ৪৩ রান প্রয়োজন ছিল সানরাইজার্সের। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২০ রান। ম্য়াচে প্রাণ আসে শেষ ওভারে অর্জুন তেন্ডুলকর বোলিং করতে আসায়। চাপের মুখে এই তরুণ পেসার কেমন পারফর্ম করে সেদিকেই নজর ছিল। দ্বিতীয় বলেই রান আউট সামাদ। ৪ বলে ১৯ রানের লক্ষ্য থাকলেও হাতে ছিল মাত্র ১ উইকেট। অর্জুনের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমার।
অর্জুনের শেষ ওভার
পাওয়ার প্লে-তে ২ ওভারে দিয়েছিলেন ১৪ রান। শেষ ওভারে (৫ বল) ৪ রান দিয়ে ১ উইকেট অর্জুনের। ম্যাচের পর জুনিয়র তেন্ডুলকর বলেন, “ওয়াইড ইয়র্কার দেওয়ার পরিকল্পনা করেছিলাম। আমি বোলিং পছন্দ করি এবং যেকোনও সময় বল করতে পারি। আমরা (সচিন এবং অর্জুন নিজে) ক্রিকেট নিয়ে প্রচুর আলোচনা করি। ট্যাকটিক্স এবং পরিকল্পনার কথা বলি। আমি শুধু সঠিক লেন্থে বল করতে চেয়েছিলাম। তার সঙ্গে সুইং হলে সেটা বাড়তি প্রাপ্য। না হলেও কোনও ব্যাপার নয়।”