IPL 2022: ধোনি-কোহলিদের ম্যাচের মাঝেই গ্যালারিতে অভিনব দৃশ্য

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 05, 2022 | 6:06 PM

পুনের গ্যালারিতে ম্যাচের মাঝেই প্রিয়জনকে বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিকা। বয়ফ্রেন্ডের সামনে হাঁটু গেড়ে বসে আংটি বার করে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণী। এরপর বয়ফ্রেন্ডের আঙুলে আংটি পরিয়ে দেন সেই তরুণী। মুহূর্তে ভাইরাল হয়ে যায় মন কেড়ে নেওয়া এই দৃশ্য। এতদিন সাধারণত উল্টো ছবিটাই দেখে এসেছেন ক্রীড়াপ্রেমীরা।

IPL 2022: ধোনি-কোহলিদের ম্যাচের মাঝেই গ্যালারিতে অভিনব দৃশ্য
ধোনি-কোহলিদের ম্যাচের মাঝেই গ্যালারিতে অভিনব দৃশ্য। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: ফুটবল বা ক্রিকেটের গ্যালারিতে প্রিয়জনকে বিয়ের প্রস্তাব দেওয়ার ছবি বা ভিডিও খুব পরিচিত। দেশে হোক বা বিদেশে, খেলার স্টেডিয়ামে কাছের মানুষকে প্রোপোজ করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনেকের ছবিই ভাইরাল হয়েছে। গত আইপিএলে তো দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারের ওই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল। জানা যায়, বান্ধবীকে বিয়ের প্রস্তাবের আইডিয়াটা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আংটি বদলের ছবি কিংবা আংটি বদলের পর মনের মানুষকে কাছে টেনে নেওয়ার ছবিও দেখেছে ক্রিকেট বা ফুটবলপ্রেমীরা। এরকমই একটা ভিডিও আবার ভাইরাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে। মাঠে বিরাট কোহলি (Virat Kohli), মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) ম্যাচ চললেও গ্যালারিতে দেখা গেল অভিনব দৃশ্য।

 

পুনের গ্যালারিতে ম্যাচের মাঝেই প্রিয়জনকে বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিকা। বয়ফ্রেন্ডের সামনে হাঁটু গেড়ে বসে আংটি বার করে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণী। এরপর বয়ফ্রেন্ডের আঙুলে আংটি পরিয়ে দেন সেই তরুণী। মুহূর্তে ভাইরাল হয়ে যায় মন কেড়ে নেওয়া এই দৃশ্য। এতদিন সাধারণত উল্টো ছবিটাই দেখে এসেছেন ক্রীড়াপ্রেমীরা। গার্লফ্রেন্ডকে প্রোপোজ করেছেন বয়ফ্রেন্ডরা। বুধ রাতে পুনের স্টেডিয়ামে বরং উল্টোটাই দেখা গেল।

 

 

 

এ দিকে ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৩ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সিএসকে-কে হারিয়ে আইপিএলের প্লে অফে ওঠার আশা বাঁচিয়ে রাখল আরসিবি। অন্যদিকে ব্যাঙ্গালোরের কাছে হেরে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল চেন্নাই সুপার কিংস।

 

 

আরও পড়ুন: Karim Benzema: ৩৪ বছরের বেঞ্জেমাকে কেন ‘সেরা’ বললেন এই প্রাক্তন কোচ?

Next Article