নয়াদিল্লি: আইপিএল-১৫ (IPL 15) শুরু হতে এখনও বেশ কয়েক মাস দেরি রয়েছে। আইপিএলের মেগা নিলামের (IPL Auction) দিকে তাকিয়ে রয়েছে একাধিক ক্রীড়াপ্রেমী। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, নতুন বছর ১২-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মেগা নিলাম। এখনও পর্যন্ত বোর্ডের তরফে সরকারিভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলা হয়েছে। এবং আইপিএলের নিলামের দিনক্ষণ জানানো হয়েছে।
যে সময় আইপিএলের মেগা নিলাম হবে, তখন ভারতীয় দল ব্যাস্ত থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে। ১২ ফেব্রুয়ারি কলকাতায় সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ রয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের। সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের তরফ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানানো হয়েছে, ১১ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতেই হবে নিলামের আগের ব্রিফিংও। সৌরভের বোর্ড আশা করছে ১০০০ প্লেয়ার আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করবেন। তবে তার মধ্যে থেকে মাত্র ২৫০ জন প্লেয়ারকেই কিনতে পারবে ১০ ফ্র্যাঞ্চাইজি।
পরের মরসুম থেকে ১০ দলের আইপিএল হতে চলেছে। তবে পুরনো আট ফ্র্যাঞ্চাইজির কাছে সুযোগ ছিল, চারজন ক্রিকেটারকে রিটেইন করার। সব দল চারজন করে ক্রিকেটারকে ধরে রাখেনি। এক নজরে দেখে নিন, আইপিএলের মেগা নিলামের আগে পুরনো আট ফ্র্যাঞ্চাইজির ঝুলিয়ে রয়েছে যে পরিমান অর্থ-
১. দিল্লি ক্যাপিটালস – ৪৭.৫ কোটি
২. চেন্নাই সুপার কিংস – ৪৮ কোটি
৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৫৭ কোটি
৪. মুম্বই ইন্ডিয়ান্স – ৪৮ কোটি
৫. কলকাতা নাইট রাইডার্স – ৪৮ কোটি
৬. পঞ্জাব কিংস – ৭২ কোটি
৭. রাজস্থান রয়্যালস – ৬২ কোটি
৮. সানরাইজার্স হায়দরাবাদ -৬৮ কোটি
আরও পড়ুন: India Tour of South Africa: বুমরাদের কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে প্রোটিয়াদের: অ্যালান ডোনাল্ড
আরও পড়ুন: Best T20I Batters: ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে সেরা ৯ ব্যাটার
আরও পড়ুন: India Tour of South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতার ক্ষমতা আমাদের আছে, বলছেন পূজারা