দুবাই: বিরাট কোহলির (Virat Kohli) পরবর্তী ক্যাপ্টেন (Captain) কে? ভারতীয় টিমের মতো একই প্রশ্ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরেও (RCB)। ভারতের টি-টোয়েন্টি (T20) অধিনায়কত্ব যেমন ছাড়ছেন, তেমনই আরসিবির ক্যাপ্টেন্সিও যে আর করবেন না, তা জানিয়ে দিয়েছেন তিনি। আর তাই নতুন ক্যাপ্টেন খুঁজতে নেমে পড়েছে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি।
কে হতে পারেন আরসিবির নতুন ক্যাপ্টেন? আলোচনায় অনেক নাম। ডেভিড ওয়ার্নার হায়দরাবাদ ছাড়ছেন। জস বাটলারও আলোচনায়। তবে সাম্প্রতিকতম গুঞ্জনের কেন্দ্রে কিন্তু লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার।
বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে আরসিবি একবারও আইপিএল জিততে পারেনি। যা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। বিরাট নিজেই ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করায় পরবর্তী অধিনায়ক খুঁজতে নেমে আরসিবি কর্তাদের প্রথম পছন্দ রাহুল কিংবা শ্রেয়স। রাহুল পঞ্জাবের ক্যাপ্টেন। কিন্তু তিনি নিজে ভালো খেলা সত্ত্বেও টিমের সাফল্য নেই। গুরুত্বপূর্ণ ম্যাচ কোনও না কোনও কারণে ঠিক হেরে বসে। পরের আইপিএলের মেগা নিলামে তাই এঁদেরকেই টার্গেট করার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। শ্রেয়স আইয়ারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। চোটের কারণে দিল্লির ক্যাপ্টেন্সি হাতছাড়া করতে হয়েছিল। চোট সারিয়ে টিমে ফিরলেও শ্রেয়স ক্যাপ্টেন্সি ফিরে পাননি। ঋষভ পন্থকেই ক্যাপ্টেন রেখে দেওয়া হয়। যা নিয়ে কিছুটা উষ্মাও ছিল শ্রেয়সের।
বিদেশিদের বদলে দেশি ক্যাপ্টেন রাখার একটা চল শুরু হয়েছে আইপিএলে। তার একটা বড় কারণ হল, দেশি-বিদেশি কম্বিনেশন ঠিক করতে সুবিধা হয়। তবে, এই প্রক্রিয়াটা এ বার বেশ জটিল হতে চলেছে। তার কারণ হল, আগামী আইপিএল থেকে আরও দুটো নতুন টিম জুড়ে যেতে চলেছে। আর তাই সব টিমই ভারসাম্যের দিকে নজর রাখার চেষ্টা করছে।