Litton Das: এশিয়া কাপে বাংলাদেশ শিবিরে বড় স্বস্তি, ফিরছেন লিটন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 04, 2023 | 9:41 PM

ASIA CUP 2023, CWC: মেহদি হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে ভর করে ৮৯ রানের বিশাল ব্যবধানে আফগানিস্তানকে হারায় তারা। নেট রান রেট খুবই ভালো বাংলাদেশের।

Litton Das: এশিয়া কাপে বাংলাদেশ শিবিরে বড় স্বস্তি, ফিরছেন লিটন
Image Credit source: twitter

Follow Us

পাল্লেকেলে: এশিয়া কাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচই খেলে ফেলেছে বাংলাদেশ। সুপার ফোরের দৌড়ে ভালো ভাবেই রয়েছে তারা। টুর্নামেন্টের শুরুটা অবশ্য একেবারেই স্বস্তির হয়নি। আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। পেসার এবাদত হোসেনেরও গুরুতর চোট। এই দুই ধাক্কার মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগের দিন ছিটকে যান কিপার-ব্যাটার লিটন দাসও। প্রথম দু-জনকে আপাতত পাওয়ার সম্ভাবনা নেই। তামিমকে বিশ্বকাপের জন্য ফিট করে তোলার চেষ্টা চলছে। অস্ত্রোপচার হয়েছে এবাদত হোসেনের। জ্বরে কাঁবু ছিলেন। লিটনের ফিট হওয়াটা বাংলাদেশের কাছে ব্যাপক স্বস্তির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

সুপার ফোরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্বের প্রথম দু- ম্যাচে লিটনকে পাওয়া না গেলেও টুর্নামেন্টের বাকি অংশের জন্য ফিট ঘোষণা করা হয়েছে লিটনকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দল নির্বাচন কমিটির প্রধান মিনহাজুল আবেদিন সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘লিটন সুস্থ হয়ে উঠেছে। রাতেই পাকিস্তান রওনা হচ্ছে লিটন।’ লিটনের জায়গায় অস্থায়ী পরিবর্তন হিসেবে নেওয়া হয়েছিল এনামুল হককে।

গ্রুপ বি-তে বাংলাদেশ ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। যদিও ব্যবধান বিশাল কিছু ছিল না। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ। মেহদি হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্তর সেঞ্চুরিতে ভর করে ৮৯ রানের বিশাল ব্যবধানে আফগানিস্তানকে হারায় তারা। নেট রান রেট খুবই ভালো বাংলাদেশের। এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে পয়েন্টের দিক থেকেই সুপার ফোর নিশ্চিত। কিন্তু আফগানিস্তান বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালে নেট রান রেট ভূমিকা নেবে। সেক্ষেত্রে ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা শ্রীলঙ্কারই।

Next Article