Pakistan vs Sri Lanka: পাকিস্তানকে লড়াইয়ে রাখলেন রিজওয়ান, শ্রীলঙ্কার চাই ২৫২

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 14, 2023 | 9:48 PM

Asia Cup 2023, PAK vs SL: পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানের বিশাল ব্যবধানে জিতেই ফাইনাল নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এর সঙ্গে চাপে ফেলেছিল পাকিস্তানকে। নেট রান রেটে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে পাকিস্তান। সুতরাং, ফাইনালে যেতে শ্রীলঙ্কাকে হারানো ছাড়া কোনও বিকল্প নেই পাকিস্তানের কাছে। এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। প্রবল চাপে পড়ে তারা। অনবদ্য একটা ইনিংসে পাকিস্তানকে লড়াইয়ে রাখলেন মহম্মদ রিজওয়ান।

Pakistan vs Sri Lanka: পাকিস্তানকে লড়াইয়ে রাখলেন রিজওয়ান, শ্রীলঙ্কার চাই ২৫২
Image Credit source: PTI

Follow Us

কলম্বো: সুপার ফোরে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা কার্যত সেমিফাইনাল। যে দল জিতবে ফাইনালে যাবে। প্রথম দল হিসেবে এ বারের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানের বিশাল ব্যবধানে জিতেই ফাইনাল নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এর সঙ্গে চাপে ফেলেছিল পাকিস্তানকে। নেট রান রেটে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে পাকিস্তান। সুতরাং, ফাইনালে যেতে শ্রীলঙ্কাকে হারানো ছাড়া কোনও বিকল্প নেই পাকিস্তানের কাছে। এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। প্রবল চাপে পড়ে তারা। অনবদ্য একটা ইনিংসে পাকিস্তানকে লড়াইয়ে রাখলেন মহম্মদ রিজওয়ান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপে কার্যত প্রতিটি ম্যাচেই সমস্যা তৈরি করেছে বৃষ্টি। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে তার অন্যথা হল না। বৃষ্টিতে ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে নেট রান রেটে ফাইনালে উঠে যেত শ্রীলঙ্কা। বাড়তি চাপ ছিল পাকিস্তানের ওপর। তার ওপর শুরুর ধাক্কা। ফখর জামান একেবারেই ফর্মে নেই। তাঁকে একাদশ থেকে বাদও দেওয়া হয়েছিল। গত কাল একাদশ ঘোষণা করলেও শেষ মুহূর্তে পরিবর্তন করতে হয়। আবারও সুযোগ পান ফখর। যদিও কোনও কাজেই লাগাতে পারলেন না। মাত্র ৪ রানেই ক্লিন বোল্ড ফখর জামান।

বৃষ্টিতে ওভার কমে হয়েছিল ৪৫ ওভারের ম্যাচ। ফের বৃষ্টি নামায় আরও ওভার কমে। শেষ অবধি হয়ে দাঁড়ায় ৪২ ওভারের ম্যাচ। ওপেনার আব্দুল্লা শফিকের অর্ধশতরানের পরও চাপে ছিল পাকিস্তান। ১৩০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। শেষ দিকে মহম্মদ রিজওয়ানের দাপট। ৭৩ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস রিজওয়ানের। ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে পাকিস্তান। ডাকওয়ার্থ লুইসে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ২৫২ রান।

Next Article