Asia Cup 2023: ‘এশিয়া কাপের মাঝে বুমরাকে বিরতি দেওয়া ঠিক হবে না’, বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

Jasprit Bumrah: পিঠের চোট সারিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে জসপ্রীত বুমরার। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচে খেলে এশিয়া কাপ সফরে এসেছেন বুমরা। সম্ভবত ভারতীয় টিমের বোলিং বিভাগকে এশিয়া কাপে নেতৃত্ব দেবেন বুমরা।

Asia Cup 2023: 'এশিয়া কাপের মাঝে বুমরাকে বিরতি দেওয়া ঠিক হবে না', বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
Asia Cup 2023: 'এশিয়া কাপের মাঝে বুমরাকে বিরতি দেওয়া ঠিক হবে না', বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 6:05 PM

নয়াদিল্লি: এশিয়া কাপে ভারত-পাক (India vs Pakistan) মহারণের সময় ঘনিয়ে এসেছে। এ বার শুধু যুদ্ধ শুরু হওয়ার পালা। দীর্ঘদিন পর একসঙ্গে অ্যাকশনে দেখা যাবে জসপ্রীত বুমরা, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজদের। সম্প্রতি টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেছেন, এশিয়া কাপ চলাকালীন ভারতের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) যেন বিরতি না দেওয়া হয়। বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে নিয়ে এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের খুব একটা ভাবার দরকার নয়। মনে করছেন গৌতি। এর পেছনে কী যুক্তি সাজালেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পিঠের চোট সারিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে জসপ্রীত বুমরার। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচে খেলে এশিয়া কাপ সফরে এসেছেন বুমরা। সম্ভবত ভারতীয় টিমের বোলিং বিভাগকে এশিয়া কাপে নেতৃত্ব দেবেন বুমরা। এর মাঝে সম্প্রতি এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয় বুমরার ওয়ার্কলোড ম্যানেজ নিয়ে। গৌতি বলেন, ‘এখন এমন পরিস্থিতি তাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গায় ওর ম্যাচে বেশি ফোকাস করা দরকার। বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা এখন শেষ হয়েছে। ও যত ম্যাচে বল করবে সেটা ওর জন্যই ভালো। প্রথমত এশিয়া কাপ, তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ওডিআই ম্যাচ। আর তারপর ওডিআই বিশ্বকাপ রয়েছে।’

ভারতের প্রাক্তন ওপেনার গৌতম মনে করেন, বর্তমানে বুমরা যত বেশি ম্যাচ খেলবেন সেটা তাঁর জন্য ততটাই ভালো। এশিয়া কাপের পরই রয়েছে বিশ্বকাপ। তাই সে কথা মাথায় রেখে এগোন উচিত। গম্ভীরের কথায়, ‘বিশ্বকাপ চার বছর পর পর হয়। কে বলতে পারে, চার বছর পর কী হবে। চার বছর পর একজন ফাস্ট বোলারের ফিটনেস ও ছন্দ কেমন থাকবে সেটা বলা কঠিন। তাই আমার মনে হয় ও যত ম্যাচ খেলবে সেটাই ভালো। ভারতীয় টিমের এখন ওকে বিরতি দেওয়া ঠিক হবে না। বুমরা ২০ ওভারের ফর্ম্যাটে খেলে জাতীয় দলে ফিরেছে। সামনে অন্য ফর্ম্যাট। ওকে ১০ ওভার বল করতে হবে। সরাসরি ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। কোনও ওয়ার্ম আপ ম্যাচও খেলেনি ভারত। স্নায়ুর চাপ সামলানোর মতো পরিস্থিতিতে তাই ওকে পড়তে হয়নি। তবে ও ম্যাচ উইনার এবং আমি আশাবাদী ও মানিয়ে নেবে।’