Image Credit source: twitter
কলম্বো: এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল ভারত ও শ্রীলঙ্কা। ভারত সাত বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ভারতকে ছোঁয়ার সামনে শ্রীলঙ্কা। তারা ছ’বারের চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা গত বারেরও চ্যাম্পিয়ন। তবে গত বার টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ। তারপরই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে ফরম্যাট বদল। এ বার ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ, তাই এশিয়া কাপও ওয়ান ডে ফরম্যাটে। অতীতেও ভারত ও শ্রীলঙ্কা ফাইনালে মুখোমুখি হয়েছে। আরও একটা ফাইনালের আগে, দেখে নেওয়া যাক সেই তথ্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফাইনালে ভারত-শ্রীলঙ্কা, এক নজরে
- এশিয়া কাপ শুরু হয় সেই ১৯৮৪ সালে। প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন ভারত। রানার্স হয়েছিল শ্রীলঙ্কা। সে বার অবশ্য ফাইনাল ছিল না। রাউন্ড রবিন ভিত্তিতে টুর্নামেন্ট শেষে শীর্ষে থাকা দল ভারত চ্যাম্পিয়ন।
- এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম বার মুখোমুখি হয় তৃতীয় সংস্করণে। ১৯৮৮ সালে ওয়ান ডে ফরম্যাটে সেই এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
- এর পরের সংস্করণ ১৯০-৯১ সালে ভারতেই হয় এশিয়া কাপ। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। ৭ উইকেটে জিতে চ্যাম্পিয়ন ভারত।
- ১৯৯৫ সালের এশিয়া কাপেও ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়। শারজায় শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
- ১৯৯৭ সালে এশিয়া কাপ হয় শ্রীলঙ্কায়। ফাইনাল কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। এশিয়া কাপে প্রথম বার ভারতকে ফাইনালে হারানোর স্বাদ পায় শ্রীলঙ্কা। ৮ উইকেটে জিতে খেতাব শ্রীলঙ্কার।
- ভারত ও শ্রীলঙ্কা ২০০৪ ও ২০০৮ সালে পরপর দু-বার ফাইনালে মুখোমুখি হয়। দু-বারই চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ২০০৪ সালে শ্রীলঙ্কা ২৫ রানে জিতলেও পরের সংস্করণে ১০০ রানের বিশাল ব্য়বধানে ভারতকে হারিয়ে খেতাব জেতে শ্রীলঙ্কা।
- ২০১০ সালে ফের এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়। অর্থাৎ টানা তিন বার। শ্রীলঙ্কার অবশ্য ট্রফির হ্যাটট্রিক হয়নি। শ্রীলঙ্কাকে ৮১ রানের বড় ব্যবধানে হারায় ভারত। ২০১০-র পর ভারত ও শ্রীলঙ্কা দু-দল ফাইনালে উঠলেও ট্রফির ম্যাচে মুখোমুখি হয়নি। অর্থাৎ ২০১০-এর পর আজ ফের একবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা।