KL Rahul, IND vs PAK : প্রস্তুতিকে কিপার রাহুল, ভারত-পাক ম্যাচে ঈশানের ভবিষ্যৎ?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 08, 2023 | 11:48 PM

Asia Cup 2023, Team India: ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজে ওপেন করেছিলেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করেন। গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে দুই ওপেনারই ম্যাচ ফিনিশ করেন। মিডল অর্ডারের নামার প্রয়োজন পড়েনি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার ভরসা দিতে পারেননি। হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য জানিয়েছিলেন, চার নম্বরে শ্রেয়সেই আস্থা। তাহলে ঈশান পরিকল্পনায় কোথায়?

KL Rahul, IND vs PAK : প্রস্তুতিকে কিপার রাহুল, ভারত-পাক ম্যাচে ঈশানের ভবিষ্যৎ?
Image Credit source: twitter

Follow Us

কলম্বো: বৃষ্টির কারণে বৃহস্পতিবার ইন্ডোর সেশন হয়েছিল। এ দিন আউটডোর সেশন। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে অনুশীল সারল ভারতীয় দল। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল ৬টা নাগাদ অনুশীলন হবে। পুরোপুরি ফ্লাড লাইটে অনুশীলনের জন্য তা দু-ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। রবিবার সুপার ফোর পর্বে নামছে ভারত। এই পর্বেও প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচটিতে বৃষ্টির প্রভাব পড়েছিল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে অনবদ্য পারফরম্যান্স ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার। বেঙ্গালুরুতে এশিয়া কাপের শিবিরে শেষ মুহূর্তে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। অনুশীলনে কিপিংও করলেন। প্রশ্ন উঠছে, ঈশানের ভবিষ্যৎ কি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ অর্থাৎ গত আইপিএলে থাই মাসলে চোট পেয়েছিলেন রাহুল। তাঁর অস্ত্রোপচারও হয়। সেই থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। শেষ ওয়ান ডে আন্তর্জাতিক খেলেছিলেন আইপিএলের আগে। কলম্বোয় টিম ইন্ডিয়ার প্র্যাক্টিস সেশনে বাড়তি নজর ছিল লোকেশ রাহুলের দিকেই। ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়েছে। ১৫ সদস্যের দলে কিপার-ব্যাটারে প্রথম পছন্দ রাহুল। প্রশ্ন উঠছে, আদৌ কি ৫০ ওভার কিপিং করার মতো পরিস্থিতিতে রয়েছেন? নেটে প্রায় ৪৫ মিনিট কিপিং করেন রাহুল।

রাহুলের ফেরা যদি স্বস্তির হয়, আর একটা প্রশ্নও উঠছে। ঈশান কিষাণের ভবিষ্যৎ কি? দেশের জার্সিতে গত চারটি ওয়ান ডে ম্যাচেই অর্ধশতরান করেছেন ঈশান। স্পেশালিস্ট কিপার। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেকও হয়েছে। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে একাদশে ফিরছেন লোকেশ রাহুল। বিশ্বকাপের আগে প্রতিযোগিতা মূলক ম্যাচে তাঁকে প্রস্ততির সুযোগ দিতেই হবে। সেক্ষেত্রে মিডল অর্ডারে পরিবর্তন করা ছাড়া রাস্তা নেই। ঈশান যে ফর্মে রয়েছেন, তাঁকে বাদ দেওয়া কঠিন। মিডল অর্ডারে তাঁর মতো একজন বাঁ হাতি ব্যাটার থাকা, বাড়তি ভরসা। পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রান করেন ঈশান।

ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে সিরিজে ওপেন করেছিলেন ঈশান কিষাণ। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করেন। গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে দুই ওপেনারই ম্যাচ ফিনিশ করেন। মিডল অর্ডারের নামার প্রয়োজন পড়েনি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার ভরসা দিতে পারেননি। হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য জানিয়েছিলেন, চার নম্বরে শ্রেয়সেই আস্থা। তাহলে ঈশান পরিকল্পনায় কোথায়?

Next Article