কলম্বো: এক বার নয়, বারবার। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডারে কিছু না কিছু সমস্যা থাকবেই। এ বারের এশিয়া কাপে এখনও অবধি একবারই মুখোমুখি হয়েছে দু-দল। প্রথম ম্যাচটি যদিও সম্পূর্ণ হয়নি। ভারতীয় ইনিংস শেষেই বৃষ্টি। তবে ভারতীয় ইনিংস প্রবল চাপে পড়েছিল। টপ অর্ডারে শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার- তারকা ক্রিকেটারদের কেউই ভরসা দিতে পারেননি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আর একটা রাত। কাল ফের এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। সুপার সান ডে-তে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি দু-দল। সুপার ফোরে প্রথম ম্যাচে জিতেছে পাকিস্তান। এই পর্বে ভারতের প্রথম ম্যাচ। গত কয়েক দিন পাকিস্তান ম্যাচের প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। আজও শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বার ম্যাচে পারফরম্যান্সের পালা। পাকিস্তান পেস-ত্রয়ীর জন্য কতটা প্রস্তুত ভারতীয় টপ অর্ডার?
বার বার এই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন তরুণ ওপেনার শুভমন গিল। বলছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে আমরা নিয়মিত খেলার সুযোগ পাই না। অন্যান্য দলের বিরুদ্ধে যেমন প্রায় নিয়মিতই খেলে থাকি। অন্যান্য প্রতিপক্ষর বোলিং লাইন আক্রমণের বিরুদ্ধে কার্যত নিয়মিত ব্যবধানে খেলার সুবাদে তাঁদের সম্পর্কে অনেকটাই জানা। পাকিস্তানের বোলিং আক্রমণ খুবই ভালো। ওদের বিরুদ্ধে নিয়মিত না খেলাটাই বিরাট পার্থক্য গড়ে দেয়। বড় মঞ্চে যা খুবই বড় পার্থক্য হয়ে দাঁড়ায়।’
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ভরসা বলতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট এশিয়া কাপ এবং আইসিসি ইভেন্ট। টেস্টে দীর্ঘ সময় মুখোমুখি হয়নি দু-দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটো সংস্করণ হয়ে গেলেও পাকিস্তান ফাইনালে পৌঁছতে পারেনি। তা না হলে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। ভরসা এখন এশিয়া কাপ, বিশ্বকাপ।