কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে কলম্বোতে আজ মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (Sri Lanka) আর বাবর আজমের পাকিস্তান (Pakistan)। ভারতের বিরুদ্ধে এই দু’টো দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। বাবরের গ্রিন আর্মিকে রোহিত শর্মার ভারত হারিয়েছিল ২২৮ রানের বিরাট ব্যবধানে। তারপর দাসুন শানাকার শ্রীলঙ্কাকে ভারত হারায় ৪১ রানের ব্যবধানে। আজ এই দুই দলের এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ। দুই দলের কাছেই এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর খেলবে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। দুপুর ২.৩০ মিনিট নাগাদ টস হওয়ার কথা ছিল। কিন্তু কলম্বোতে বৃষ্টির জন্য পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের টস হয়েছে বিকেল ৫টা নাগাদ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন টস আপডেট ও দুই দলের একাদশ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। যে পিচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ হয়েছিল, সেই পিচেই আজ খেলা হবে। টসের সময় দাসুন শানাকা জানান, তিনি জিতলে ফিল্ডিং নিতেন। কারণ, বৃষ্টির পূর্বাভাস আছে বলেই রান তাড়া করার পরিকল্পনা ছিল। ফলে টস হেরে ব্যাটিং করতে হচ্ছে বলে কোনও সমস্যা নেই।
বৃষ্টিতে এই ম্যাচ ভেস্তে গেলে দুই দলের মধ্যে এক পয়েন্ট করে ভাগাভাগি হয়ে যাবে। আর সেটা হলে বাবর আজমের পাকিস্তানের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাবে। কারণ, নেট রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ফলে বাবর আজমরা এবং পাকিস্তানের সমর্থকরা মনে প্রাণে চাইবেন যেন আজ পুরো ম্যাচ হয়। এবং গ্রিন আর্মি যেন জিতে এশিয়া কাপের ফাইনালে ওঠে। আপাতত কলম্বোতে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি বলে ওভার কমল। ৯ ওভারে পাওয়ার প্লে হবে। আর ৪৫ ওভার করে দুই দল খেলবে।
ইমাম উল হকের ব্যাক স্প্যাজমের কারণে পাকিস্তানের একাদশে এসেছেন ফখর জামান। অন্যদিকে সাউদ শাকিলের জ্বরের ফলে এসেছেন আবদুল্লা শফিক।
এক ঝলকে পাকিস্তানের একাদশ: ফখর জামান, আবদুল্লা শফিক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ হ্যারিস, ইফতিকার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মহম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খান।
শ্রীলঙ্কার একাদশে হয়েছে দু’টি পরিবর্তন। কুশল পেরেরা এবং প্রমোদ মধুশান একাদশে এসেছেন।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মধুশান ও মাথিসা পাথিরানা।