নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। পাল্লেকেলেতে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ক্রিকেট বিশ্বের নজর এই ম্যাচেই। এ বারের টুর্নামেন্টে এটিই ভারতের প্রথম ম্যাচ। অন্য দিকে, পাকিস্তান এক ম্যাচ খেলে ভারতের বিরুদ্ধে নামছে। মুলতানে উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। শতরান করেছেন বাবর আজম এবং ইফতিকার আহমেদ। বোলিং বরাবরই বিধ্বংসী পাকিস্তানের। ব্যাটিংয়েও দারুণ উন্নতি করেছে তারা। ওয়ান ডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল পাকিস্তান। তাদের প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, এই ম্যাচে ভারতের তুলনায় কিছুটা হলেও এগিয়ে পাকিস্তান। এর কারণও তুলে ধরলেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত-পাক ম্যাচ নিয়ে একটি সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রাক্তন বাঁ হাতি ব্যাটার সলমন বাট। দু-দলের শক্তিকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সলমন বলেন, ‘কোনও সন্দেহ নেই দু-দল একইরকম শক্তিশালী। একটা রুদ্ধশ্বাস ম্যাচ প্রত্যাশা করতেই পারি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ একপেশে হবে, তাহলে সেটা বিস্ময়।’ ভারতীয় ব্যাটিংকে প্রশংসায় ভরিয়ে সলমন বলেন, ‘বিরাট কোহলি এমনই একজন প্লেয়ার, সেট হলে ও ম্যাচ জিতিয়ে আসার ক্ষমতা রাখে। আমি শুভমন গিলেরও বড় ভক্ত। ওর শট খেলার ধরন মন ছুঁয়ে যায়।’
তাহলে কেন পাকিস্তানকে এগিয়ে রাখছেন সলমন? বলেন, ‘ভারতের বোলিং দুর্বল, ঠিক তা বলব না। তবে অনেকেই চোট থেকে ফিরেছে। সামি ধারাবাহিক নয়। আর সকলেই জানে শাহিন আফ্রিদি কতটা ভালো ইনসুইং করে। নিয়মিত উইকেট নেয়। ও স্পেশাল বোলার।’
বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদির বোলিং দক্ষতা এবং তাঁর বিরুদ্ধে ভারতের টপ অর্ডারের অতীত পারফরম্যান্সের কারণেই এই ম্যাচে পাকিস্তানকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।