AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup Breaking: সেপ্টেম্বরে এশিয়া কাপ! কনফার্ম করলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান

Asia Cup 2025: ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন ভারতীয় বোর্ডের দুই কর্তা রাজীব শুক্লা ও আশিস শেলার। এরপর থেকেই জল্পনা চলছিল। সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত জানানো হবে এমনটাই বলা হয়েছিল।

Asia Cup Breaking: সেপ্টেম্বরে এশিয়া কাপ! কনফার্ম করলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান
Image Credit: Alex Davidson-ICC/ICC via Getty Images
| Updated on: Jul 26, 2025 | 8:27 PM
Share

এশিয়া কাপ নিয়ে জট কেটেছে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের বক্তব্যে এমনটাই মনে করা হচ্ছে। কয়েক দিন আগেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। ভারতীয় বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, এই মিটিংয়ের জন্য বাংলাদেশে যাবেন না বোর্ডকর্তারা। ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন ভারতীয় বোর্ডের দুই কর্তা রাজীব শুক্লা ও আশিস শেলার। এরপর থেকেই জল্পনা চলছিল। সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত জানানো হবে এমনটাই বলা হয়েছিল। ভারতীয় বোর্ডের তরফে ঘোষণা হবে, জানিয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। এ দিন তিনিও নিশ্চিত করলেন, পাশাপাশি সম্প্রচারকারী চ্যানেলেও দেখানো হল এই তথ্য।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্ট। অর্থাৎ ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। টুর্নামেন্ট হবে আরব আমির শাহিতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন। পাঁচটি টেস্ট খেলিয়ে দেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং তিনটি সদস্য দেশ আরব আমির শাহি, ওমান এবং হংকং এশিয়া কাপে অংশ নেবে।

ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকবে কি না, তা এখনও নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই নানা সমস্যা চলছিল। পহেলগাঁওয়ে জঙ্গিরা নিরীহ পর্যটকদের হত্যা করেছিল। পাকিস্তানের জঙ্গি সংগঠন এই ঘটনার দায় নিয়েছিল। অপারেশন সিঁদুরের মাধ্যমে জবাব দেয় ভারত। এর প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। সম্প্রতি লেজেন্ডস ক্রিকেট লিগে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল।

আগামী তিন বছর আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট নিরপেক্ষ ভেনুতে হওয়ার কথা। এমনকি ভারত-পাকিস্তান এক গ্রুপে থাকা নিয়েও সংশয় ছিল। তবে যে খসড়া সূচি হয়েছে, তাতে ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।