Asian Games 2023, Men’s Cricket: ঋতুরাজদের সফর শুরু আজ, প্রথম প্রতিপক্ষ ছন্দে থাকা নেপাল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 03, 2023 | 12:05 AM

Asian Games 2023, India vs Nepal QF1 Preview: ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে এই টুর্নামেন্ট মহড়াও। এখানে ভালো পারফর্ম করতে পারলে সিনিয়র দলেও জায়গা পাওয়া কিংবা পাকা করার সুযোগ থাকবে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের পাশাপাশি বাড়তি নজর থাকবে যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, কিপার জীতেশ শর্মাদের ওপর। আর টিম ইন্ডিয়ার নজর থাকবে 'চ্যালেঞ্জে'।

Asian Games 2023, Mens Cricket: ঋতুরাজদের সফর শুরু আজ, প্রথম প্রতিপক্ষ ছন্দে থাকা নেপাল
Image Credit source: X

Follow Us

হানঝাউ: এশিয়ান গেমস ক্রিকেটে প্রথম বার অংশ নিচ্ছে ভারত। প্রতিযোগিতার শীর্ষ বাছাই। টিম ইন্ডিয়া সরাসরি কোয়ার্টার ফাইনালে নামছে। প্রতিপক্ষ নেপাল। কাগজে কলমে মনে হতে পারে, নেপাল তো দুর্বল দল! এশিয়ান গেমসের লড়াইটা কিন্তু আলাদা। নেপালের সেট টিম। ভারত তরুণদের নিয়েই দল গড়েছে। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে একঝাঁক নতুন মুখ দলে। দুরন্ত ছন্দেও রয়েছে নেপাল। তাই মাঠে নামলেই ভারত জিতে যাবে, এমন ভাবনা না রাখাই শ্রেয়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে সোনার পদক জিতেছে ভারত। এ বার ঋতুরাজদের পালা। এ বারই প্রথম এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল নেপাল। গ্রুপ পর্বে বিদায় নিলেও ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁদের সাহসী পারফরম্য়ান্স বলাই যায়। এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে রয়েছে। নেপালের ক্রিকেটারদের ফিটনেস লেভেলও দুর্দান্ত। সবচেয়ে বড় কথা, খুব কম সময়ের মধ্যে ওরা অনেক উন্নতি করেছে।

মঙ্গোলিয়ার বিরুদ্ধে চমকে দেওয়া একাধিক রেকর্ড গড়েছে নেপাল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র দল হিসেবে ৩০০-র বেশি স্কোর গড়ে তারা। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩১৪-৩ স্কোর ছিল নেপালের। ৩৪ বলে সেঞ্চুরি করেছেন কুশল মল্লা। মাত্র ৯ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছে আইরি। ২৭৩ রানের বিশাল ব্যবধানে জয়। তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে, চমকে দেওয়ার মতোই। মঙ্গোলিয়া এবং ভারতের শক্তি এক না হলেও, আগের ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়েই নামতে পারবে নেপাল।

ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে এই টুর্নামেন্ট মহড়াও। এখানে ভালো পারফর্ম করতে পারলে সিনিয়র দলেও জায়গা পাওয়া কিংবা পাকা করার সুযোগ থাকবে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের পাশাপাশি বাড়তি নজর থাকবে যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, তিলক ভার্মা, মুকেশ কুমার, কিপার জীতেশ শর্মাদের ওপর। আর টিম ইন্ডিয়ার নজর থাকবে ‘চ্যালেঞ্জে’। সোনার পদক জিতে মহিলা টিমের ব্যাটার জেমাইমা রডরিগজ কথা বলেছিলেন ঋতুরাজদের সঙ্গে। তাঁদের অনুরোধ করেন, ক্রিকেটে যেন আরও একটা সোনা জেতে ভারত। অনুরোধের পাশাপাশি চ্যালেঞ্জও বলা যায়। কারণ, জেমাইমা বলেছিলেন, ‘আমরা পেরেছি, এ বার তোমাদের পালা’।

ভারত বনাম নেপাল, সকাল ৬.৩০, সোনি স্পোর্টস ও সোনি লিভে সম্প্রচার

Next Article