IPL 2022: ক্রিকেট ছেড়ে বাবার সঙ্গে অটো চালাও, কটুক্তি শুনেছেন সিরাজ

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Feb 08, 2022 | 6:15 PM

Mohammed Siraj: সিরাজের খারাপ লাগা একটা জায়গাতেই। বর্তমান সিরাজকে তাঁর বাবা দেখে যেতে পারলেন না। আটো চালিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের ক্রিকেটের স্বপ্নও পূরণ করেছিলেন সিরাজের বাবা। "টেস্ট দলের জার্সিতে দাঁড়িয়ে যে দিন জাতীয় সংগীতে গলা মিলিয়েছিলেম সে দিন একটা কথা ভাবছিলাম, বাবা আমাকে নিয়ে কতটা গর্বিত।"

IPL 2022: ক্রিকেট ছেড়ে বাবার সঙ্গে অটো চালাও, কটুক্তি শুনেছেন সিরাজ
আরও উচ্চতায় নিজেকে মেলে ধরতে চান মহম্মদ সিরাজ। Pics Courtesy: Twitter

Follow Us

হায়দরাবাদ: ২০১৯ সালের আইপিএলের (IPL) নিলামে হায়দরাবাদের এক আটো চালকের ছেলেকে দলে নিয়েছিল ব্যাঙ্গালারো রয়্যালা চ্যালেঞ্জার্স (RCB)। নিলামের পর মহম্মদ সিরিজকে (Mohammed Siraj) নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর থেকে উন্মাদনা বদলে গেল কটুক্তিতে। কারণ সিরাজের পারফরম্যান্স। সে বার সত্যিই ভালো খেলতে পারেননি হায়দরাবাদের পেসার। ন’টি ম্যাচ খেলে পেয়েছিলেন মাত্র সাতটি উইকেট। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে পারফরম্যান্স প্রশ্ন তুলে দিয়েছিল সিরাজের ভবিষ্যত্‍ নিয়ে। সেই ম্যাচে ১৪ বলে ৩৬ রান হজম করেছিলেন সিরাজ। নাইট ব্যাটাররা পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন সিরাজকে। নিজের বোলিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা সিরাজ জোড়া বিমার ছুড়েছিলেন সেদিন। বিরাট কোহলি তাঁকে বোলিং থেকে সরিয়ে নেন। ওই সিজেনের পর সিরাজকে শুনতে হয়েছিল, ‘ক্রিকেট ছেড়ে বাবার সঙ্গে গিয়ে আটো চালাও।’ মানসিক ভাবে দুমরে থাকা হায়দরাবাদের ছেলেটাকে বদলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। জাতীয় দলে ধোনির কাছে আসার পরই যেন বদলে যেতে শুরু করলেন সিরাজ।

এক ইন্টারভিউয়ে সেই সময়ের যন্ত্রনার কথা নিজেই শেয়ার করেছেন সিরাজ। বলেছেন, “কেকেআরের বিরুদ্ধে যখন জোড়া বিমার দিয়েছিলাম, অনেকেই আমায় বলেছিল ক্রিকেট ছেড়ে অটো চালাও। সবাই সে দিন আমাকে নিয়ে মজা করেছে, কিন্তু আমার লড়াই কারও চোখে পড়েনি। তবে আমার মনে আছে মাহি ভাই আমায় বলেছিল, ‘তুমি ভালো খেললে সবাই তোমাকে নিয়ে উন্মাদনায় ভাসবে, আবার খারাপ খেললে তারাই তোমাকে নিয়ে কটুক্তি করবে। এই সব বিষয় কোনও দিন গায়ে মাখতে নেই।’ সত্যিই তাই হয়েছিল। যারা আমায় বলেছিল ক্রিকেট ছেড়ে আটো চালাতে, তারাই আমাকে পরে বলেছে, আমিই নাকি সেরা বোলার। আমি এখন জানি, কারও কথা নিয়ে বসে থাকার কোনও মানে নেই। আমি এখনও সেই সিরাজই আছি, যে সিরাজ সে দিন ছিলাম।

২০১৯ সালের ব্যর্থতা ২০২০ আইপিএলের ঝেড়ে ফেলেন সিরিজ। পাশাপাশি ভারতের অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে সুযোগ পান হায়দরাবাদের এই ক্রিকেটার। গাব্বা টেস্টে পাঁচ উইকেট নিয়ে টেস্ট দলেও নিজের জায়গা পাকা করে ফেলেন। ২৭ বছরের সিরাজ এখন ভারতীয় দলের অন্যতম অস্ত্র। ২০২২ আইপিএলের রিটেনশন প্রক্রিয়ায় যে তিন ক্রিকেটারকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ধরে রেখেছে তাঁদের মধ্যে একজন সিরাজ। তবে তাঁর খারাপ লাগা একটা জায়গাতেই। বর্তমান সিরাজকে তাঁর বাবা দেখে যেতে পারলেন না। আটো চালিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের ক্রিকেটের স্বপ্নও পূরণ করেছিলেন সিরাজের বাবা। “টেস্ট দলের জার্সিতে দাঁড়িয়ে যে দিন জাতীয় সংগীতে গলা মিলিয়েছিলেম সে দিন একটা কথা ভাবছিলাম, বাবা আমাকে নিয়ে কতটা গর্বিত।”

 

আরও পড়ুন : ICC U19 World Cup 2022: বাড়ি ফিরে মায়ের হাতে বানানো মটর পনীর খেতে চান ঋত্বিকভক্ত রবি

Next Article