Ravichandran Ashwin: অকশনার অশ্বিন নিজেকে বিক্রি করলেন! রাহুলকে নিয়ে কাড়াকাড়ি KKR ও DC-র

Nov 12, 2024 | 4:59 PM

IPL 2025 Mega Auction: সব মিলিয়ে ১৫৭৪ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়। এর মধ্যে জস বাটলার, লোকেশ রাহুল, ট্রেন্ট বোল্ট, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের মতো একঝাঁক তারকা ক্রিকেটারও রয়েছেন। তার আগেই অবশ্য নিজেকে অকশনে তুললেন এবং বিক্রিও করলেন রবিচন্দ্রন অশ্বিন!

Ravichandran Ashwin: অকশনার অশ্বিন নিজেকে বিক্রি করলেন! রাহুলকে নিয়ে কাড়াকাড়ি KKR ও DC-র
Image Credit source: PTI FILE

Follow Us

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে প্রথম! রবিচন্দ্রন অশ্বিনের ‘দাবি’ এমনই। অকশনার নিজেই নিজেকে বিক্রি করলেন। আর সেই অকশনার রবিচন্দ্রন অশ্বিন। শুধু তাই নয়, লোকেশ রাহুলকে নিয়ে তুমুল কাড়াকাড়ি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বার মেগা অকশন। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের শহর জেদ্দায় হবে এ বারের অকশন। সব মিলিয়ে ১৫৭৪ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়। এর মধ্যে জস বাটলার, লোকেশ রাহুল, ট্রেন্ট বোল্ট, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের মতো একঝাঁক তারকা ক্রিকেটারও রয়েছেন। তার আগেই অবশ্য নিজেকে অকশনে তুললেন এবং বিক্রিও করলেন রবিচন্দ্রন অশ্বিন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত কয়েক মরসুম রাজস্থান রয়্যালসে খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার তাঁকে রিটেন করেনি রাজস্থান। কোটার ছয় জন প্লেয়ারকেই রেখেছে রয়্যালস। সেই তালিকায় জায়গা হয়নি অশ্বিন, চাহাল, ট্রেন্ট বোল্ড, জস বাটলারদের। সত্যিকারের অকশনে তাঁদের কত দর উঠবে এই নিয়ে উন্মাদনা তুঙ্গে। তার আগে নিজেই ক্রিকেট বিশেষজ্ঞ এবং অকশনার ভূমিকায় রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির হয়ে অকশন করলেন।

নিজের ইউটিউব চ্যানেলে মক অকশনে অশ্বিন শুরু করেন, ‘ভারতীয় টেলিভিশনের ইতিহাসে প্রথম। কোনও ব্যক্তি নিজেই নিজেকে অকশনে তুলছেন, বিক্রিও করছেন।’ এরপর আরও যোগ করেন, ‘সত্যি বলতে, আইপিএল অকশনের আগে উত্তেজনায় ভুগি। প্রথম বার নিজের ইউটিউব চ্যানেলে মক অকশন করছি। অনেকেই আমন্ত্রণ জানিয়েছি। বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞও রয়েছেন। তাদের সহযোগিতায় একটি দুর্দান্ত অকশন করেছি। যা সকলের কাছে বিনোদনের! যারা এই অকশনে অংশ নিয়েছেন, সেরা টিমই বেছে নিয়েছেন।’

অশ্বিনের অকশনে বেশ কিছু বড় নাম উঠেছিলেন। তাঁরা দল পেয়েছেন। শুধু তাই নয়, অশ্বিন নিজেও নিজেকে বিক্রি করেছেন। অকশনে সবচেয়ে বেশি ঝড় উঠেছে লখনউ সুপার জায়ান্টসের সদ্য প্রাক্তন ক্যাপ্টেন লোকেশ রাহুল। তাঁকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। ১৫ কোটির উপর দর উঠেছে তাঁদের।

Next Article