হোবার্ট: অ্যাসেজে (Ashes) ৪-০ সিরিজ জয় অস্ট্রেলিয়ার। হোবার্টেও ইংল্যান্ডকে (England) দুরমুশ করে টেস্ট জয় অজিদের। ২৭১ রান তাড়া করতে গিয়ে ওপেনিং জুটিতে ৬৮ রান তোলে ইংল্যান্ড। এরপর ৫৬ রানে শেষ ১০ উইকেট। লজ্জার হার জো রুটদের। এই অ্যাসেজ সফর অভিশপ্ত হয়ে থাকল ইংল্যান্ডের কাছে। সিডনি টেস্টে বৃষ্টি বাধা না দিলে ৫-০ সিরিজ জিততে পারতেন প্যাট কামিন্সরা। অস্ট্রেলিয়ার (Australia) হয়ে ৩টে করে উইকেট নেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড আর ক্যামেরন গ্রীন। ১টি উইকেট নেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৫ রানে। ২৭১ রান তাড়া করতে নেমে এ ভাবে ১২৪ রানে শেষ হয়ে যাবে, তা কেউ ভাবতে পারেননি। ১৪৬ রানে সিরিজের শেষ টেস্ট জিতল অস্ট্রেলিয়া। মাত্র ৩ দিনেই শেষ সিরিজের শেষ টেস্ট সর্বোচ্চ ৩৬ করেন জ্যাক ক্রলি। চোট সারিয়েই সেরা খেলোয়াড় হন ট্রেভিস হেড।
০-৪ সিরিজ হারের ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন, ‘এই সফরটা একেবারেই ভালো গেল না। আমরা কিছু অংশে ভালো ক্রিকেট খেলি। তবে ম্যাচ জেতার জন্য যে রকম খেলা উচিত, তা খেলতে পারিনি। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভুলগুলো শোধরাতে হবে। সমস্ত জায়গাতেই অস্ট্রেলিয়া আমাদের টেক্কা দিয়েছে। আমরা ঠিক ভাবে খেলতেই পারিনি।’
What a series!! ?? So proud to be a part of this group. #Ashes pic.twitter.com/9MEZcmiBVn
— Marnus Labuschagne (@marnus3cricket) January 16, 2022
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সিরিজ জয়ের পর বলেন, ‘সত্যিই খুব ভালো লাগছে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এই সিরিজগুলোই আজীবন স্মৃতিতে রয়ে যাবে। অনেক পজিটিভ নিয়ে সিরিজ শেষ করলাম। ৪-০ সিরিজ জয় সত্যিই অনবদ্য। অধিনায়ক হিসেবে আমি সত্যিই খুব খুশি। আমরা শুধু ১১ জন নয়, ১৫ জন ক্রিকেটার মিলে আমরা অসম্ভবকে সম্ভব করেছি।’
আরও পড়ুন: Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অনুষ্কার