Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অনুষ্কার

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 16, 2022 | 5:14 PM

একই সঙ্গে অনুষ্কা লেখেন, '২০১৪ সালে তখন আমাদের বয়স অনেক কম ছিল। তখন শুধু ভালো জিনিসের কথা ভাবতাম। জীবনে সব কিছু পজিটিভ হওয়ার কথা ভাবতাম। সেই ভালো অবশ্যই হয়েছে তবে তার জন্য অনেক চ্যালেঞ্জও সামলাতে হয়েছে আমাদের। যে চ্যালেঞ্জ তুমি সামলে এসেছ, তা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সামলেছ। কিন্তু এটাই তো জীবন। যেখানে তুমি অল্প কিছু প্রত্যাশা করবে, কিন্তু অনেকটা বেশি তোমাকে চাইতে হবে। আমি গর্বিত, তোমার ভালো চিন্তাধারার মধ্যে কখনও কিছু খারাপ হতে দাওনি।'

Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অনুষ্কার
বিরুষ্কা। ছবি: টুইটার

Follow Us

কেপটাউন: ভালো মুহূর্ত হোক কিংবা খারাপ। সব সময় বিরাটের পাশে দাঁড়িয়েছেন অনুষ্কা (Anushka Sharma)। বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পরদিনই স্বামীর হয়ে আবেগঘন পোস্ট বলিউড অভিনেত্রীর। ৭ বছর জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। অনেক ওঠাপড়ার সাক্ষী থেকেছেন। যা খুব কাছ থেকে দেখেছেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে বিরাটের জন্য আবেগঘন পোস্টে অনুষ্কা লিখলেন, ‘২০১৪ সালে যে দিন এমএস ধোনি (MS Dhoni) টেস্ট থেকে অবসর নেওয়ার পর তুমি ক্যাপ্টেন হলে, সেই দিনটা আমার খুব ভালো মতো মনে আছে। আমার মনে আছে, পরের দিন আমি, তুমি আর ধোনি আড্ডা মারছি। তখনই ধোনি মজা করে তোমাকে বলে কি ভাবে তোমার দাড়ি ধীরে ধীরে সাদা হয়ে যাবে। আমরা ওই সময় খুব হেসেছিলাম। তারপর থেকে আজকের দিন পর্যন্ত তোমার দাড়ি অনেকটা বেশি সাদা হয়েছে। আমি দেখেছি তোমার উন্নতি। দেখেছি কি ভাবে শিখরে পৌঁছিয়েছ। তোমার অধীনে টিম যা পারফর্ম করেছে এবং যা অর্জন করেছে তার জন্য আমি গর্বিত। তবে এর থেকেও আমি বেশি গর্বিত তুমি অনেক বেশি অর্জন করেছ।’

 

একই সঙ্গে অনুষ্কা লেখেন, ‘২০১৪ সালে তখন আমাদের বয়স অনেক কম ছিল। তখন শুধু ভালো জিনিসের কথা ভাবতাম। জীবনে সব কিছু পজিটিভ হওয়ার কথা ভাবতাম। সেই ভালো অবশ্যই হয়েছে তবে তার জন্য অনেক চ্যালেঞ্জও সামলাতে হয়েছে আমাদের। যে চ্যালেঞ্জ তুমি সামলে এসেছ, তা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সামলেছ। কিন্তু এটাই তো জীবন। যেখানে তুমি অল্প কিছু প্রত্যাশা করবে, কিন্তু অনেকটা বেশি তোমাকে চাইতে হবে। আমি গর্বিত, তোমার ভালো চিন্তাধারার মধ্যে কখনও কিছু খারাপ হতে দাওনি। তুমি একটা উদাহরণ হয়ে থেকেছ। সমস্ত শক্তি দিয়ে তুমি মাঠে ম্যাচ জিতেছ। ম্যাচ হারের পরও আমি তোমার পাশে বসে তোমাকে কাঁদতে দেখেছি। যখন তুমি এটা ভাবতে, তোমাকে আরও অনেক কিছু করতে হবে। এটাই তুমি এবং এটাই তুমি সবার থেকে আশা করতে।’

 

 

 

কোহলিকে উত্‍সাহ দিয়ে অনুষ্কা লেখেন, ‘যা ঠিক সেটার জন্য তুমি আজীবন লড়ে গিয়েছ। যে জিনিসটা অনেক কঠিন। তুমি লোভী নও। এই ক্ষমতার জন্যও তোমাকে কখনও লোভ করতে দেখিনি। আমি জানি সেটা। কারণ অন্যের হাত যখন কেউ ধরে, তখন সে তাকে সবচেয়ে ভালো বোঝে। তুমি, আমার ভালোবাসা, সীমাহীন। এই ৭ বছরে তুমি যা করেছ, তা আমাদের মেয়ে অবশ্যই শিখবে। তুমি অবশ্যই খুব ভালো কাজ করেছ।’

 

আরও পড়ুন: Virat Kohli: বিরাট-খবরে চমকে গিয়েছেন রোহিত, আবেগঘন বার্তা অশ্বিনের

Next Article