Virat Kohli: বিরাট-খবরে চমকে গিয়েছেন রোহিত, আবেগঘন বার্তা অশ্বিনের
বিরাটের পরে ভারতীয় টিমের তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। আপাতত তিনিই সেরা বিকল্প। সেই রোহিত টুইটারে লিখেছেন, ‘ভীষণ চমকে দেওয়া ঘটনা। তবে টেস্ট ক্যাপ্টেন হিবেসে ভারতকে দারুণ সফল একটা সময় দেওয়ার জন্য বিরাটকে ধন্যবাদ।’
কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পর ভারতীয় ক্রিকেটমহল যেন আরও এক বার চমকে গিয়েছে। বিরাটের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ। সহ মহল থেকেই প্রশংসা করা হচ্ছে সদ্য বিদায়ী ক্যাপ্টেনের। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin) প্রশংসায় ভরিয়ে দিয়েছে বিরাটকে। টুইটারে অশ্বিন লিখেছেন, ‘যে সফল ক্রিকেট ক্যাপ্টেন অত্যন্ত সম্মানের সঙ্গে আলোচিত হয়ে থাকে। কথা বলা হয় তাদের সাফল্য নিয়ে। কিন্তু বিরাট ক্যাপ্টেন হিসেবে একটা ঐতিহ্য, ছাপ রেখে গেল। লোকে ওর ক্যাপ্টেন্সি ভারতের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জেতা নিয়ে কথা বলবে।’ বিরাটের পরে ভারতীয় টিমের তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আপাতত তিনিই সেরা বিকল্প। সেই রোহিত টুইটারে লিখেছেন, ‘ভীষণ চমকে দেওয়া ঘটনা। তবে টেস্ট ক্যাপ্টেন হিবেসে ভারতকে দারুণ সফল একটা সময় দেওয়ার জন্য বিরাটকে ধন্যবাদ।’
গত কয়েক বছরে টেস্ট ছাড়া সাদা বলের ক্রিকেটে সে ভাবে দেখা যায়নি অশ্বিনকে। বিরাট আর তাঁর সমীকরণ নিয়ে চাপা গুঞ্জন ছিল। বিরাটের ক্যাপ্টেন্সিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিমে ঢুকেছিলেন। পাফরর্মও করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজেও নিয়মিত ছিলেন প্রথম দলে।
অশ্বিন লিখলেন, ‘জয় একটা ফলাফল ছাড়া আর কিছু নয়। ফসল কাটার আগে বীজ বপনটাই আসল। সেই প্রক্রিয়াটা বিরাট অত্যন্ত যত্নসহকারে করেছে। আর তার মধ্যে দিয়ে ও নিজের একটা মান তৈরি করেছে। সেই সঙ্গে আমাদের জন্য প্রত্যাশার একটা মানও তৈরি করেছিল। দারুণ কাজ করেছ বিরাট।’
Cricket captains will always be spoken about with respect to their records and the kind of triumphs they managed, but your legacy as a captain will stand for the kind of benchmarks you have set. There will be people who will talk about wins in Australia, England , Sl etc etc
— Ashwin ?? (@ashwinravi99) January 16, 2022
এতেই শেষ নয়, বিরাটকে নিয়ে অশ্বিন একই সঙ্গে লিখেছেন, ‘আমি বলতে পারি, ক্যাপ্টেন হিসেবে ওর সবচেয়ে বড় প্রাপ্তি হল, ভারতের পূর্ববর্তী ক্যাপ্টেনদের ছাপিয়ে যাওয়া। আর সেই সঙ্গে পরবর্তী প্রজন্মের একটা মান রেখে যাওয়া। ভবিষ্যতের ক্রিকেটাররা সেখান থেকে শুধু সামনেই এগোতে চাইবে।’
আরও পড়ুন: Virat Kohli: মাঝরাতে টুইট করে বিরাট ‘বন্দনা’ সৌরভের