কলকাতা: জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) যাত্রা শুরু করেও কি স্বস্তি নেই অস্ট্রেলিয়া (Australia) শিবিরে? ওমানের বিরুদ্ধে অজিরা তাদের প্রথম ম্যাচ জিতেছে। কিন্তু টিমের তারকা জোরে বোলার মিচেল স্টার্ককে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া। তিনি কেন আলোচনায়? আসলে ওমানের বিরুদ্ধে ১৫তম ওভারে চোট পান মিচেল স্টার্ক (Mitchell Starc)। ওই চোটের কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। এখন কেমন আছেন স্টার্ক? ম্যাচ শেষে স্টার্কের ব্যাপারে আপডেট দিয়েছেন অজি ক্যাপ্টেন মিচেল মার্শ।
নিজের চতুর্থ ওভারের কোটা পূরণ না করেই মাঠ থেকে বেরিয়ে যান মিচেল স্টার্ক। ওমানের ১৫তম ওভারে স্টার্ক একটি বলই করেন। তারপর তিনি চোট পেতে মাঠে টিমের ফিজিয়ো আসেন। তাঁর প্রাথমিক চিকিৎসাও করেন। এরপর অবশ্য স্টার্ক আর বল করেননি। মাঠ ছেড়ে বেরিয়ে যায়। তাঁর জায়গায় ১৫তম ওভার পূর্ণ করেন গ্লেন ম্যাক্সওয়েল।
টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওমান ম্যাচের শেষে কনফারেন্সে অজি অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘স্টার্কের ক্র্যাম্প হয়েছিল। কিন্তু ঝুঁকি এড়াতে ও নিজেই ম্যাচ ছাড়তে চেয়েছিল। আমিও সেটায় একমত ছিলাম।’ ওমানের বিরুদ্ধে ৪ ওভারের কোটা সম্পূর্ণ না করলেও খালি হাতে মাঠ ছাড়তে হয়নি স্টার্ককে।
চোট নিয়ে মাঠ ছাড়ার আগে মিচেল স্টার্ক ২টি উইকেট তুলে নেন। প্রথমটি তিনি নেন ওমানের ইনিংসের প্রথম ওভারে। ওপেনার প্রতীক গোল্ডেন ডাক হয়ে ফেরেন। তারপর ১২তম ওভারে দ্বিতীয় উইকেট নেন স্টার্ক। তুলে নেন খালিদ কালির (৮) উইকেট। মোট ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি।
স্টার্ক নিজের ওভার পূরণ না করায় খুব বেশি অবশ্য চাপ হয়নি অস্ট্রেলিয়ার। ব্যাট হাতে ৬৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেওয়ার পর বল হাতেও সফল হন মার্কাস স্টইনিস। ৩টি উইকেট তুলে দলকে জেতান তিনি। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন স্টইনিস।