লন্ডন : পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনও ম্যাচে নামার আগে টানেল থেকে সবচেয়ে শেষে বের হন। এরপর পিচের মধ্যে পা রাখার সময় নিজের ডান পা বরাবর আগে ফেলেন। এমনও গুজবও শোনা গিয়েছে, প্রথমার্ধের শেষে যে বিরতি থাকে ওই সময় চুল বেঁধে রাখতে পছন্দ করেন সিআর সেভেন। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সেট-পিস নেওয়ার সময় দুই হাতে করে বল নামিয়ে রাখেন। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ২২ গজে কোনও ম্যাচে ব্যাট করতে নামলে আগে বাঁ পায়ের প্যাড পরতেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নিজে জানিয়েছিলেন, যে কোনও ম্যাচে তিনি সাদা জুতো পরে খেলায় বিশ্বাসী — বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর… একাধিক ক্রীড়াবিদ বিভিন্ন কুসংস্কারের বিশ্বাসী। এই তালিকায় রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথও। যদিও অজি তারকা ক্রিকেটার স্মিথের (Steve Smith) কুসংস্কারের (Superstitions) গল্প শুনলে হাসতে হাসতে অনেকের পেটে খিল ধরতে পারে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ক্রীড়াবিদদের সঙ্গে কুসংস্কারের একটা আলাদা সম্পর্ক রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জার্সি বা জুতো নিয়ে কুসংস্কারে বিশ্বাসী ক্রিকেটার, ফুটবলার দেখা গিয়েছে। অজি ক্রিকেটার স্মিথের কুসংস্কার শুরু হয়েছিল ভারতের মাটিতে। আইপিএলে খেলার সময়। তাঁর কুসংস্কার জড়িয়ে রয়েছে তাঁর জুতোর ফিতেয়। কি অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা। তা হলে পুরো গল্পটা জেনে নিন —
আসলে স্টিভ স্মিথ যখন ব্যাটিং করতে নামেন তখন নিজের জুতোর ফিতে লুকিয়ে রাখেন। এ বার মনে প্রশ্ন জাগতেই পারে জুতোর ফিতে কেন লুকিয়ে রাখেন স্মিথ। এর উত্তর তিনি নিজেই দিয়েছিলেন। স্টিভ স্মিথ মনে করেন তেমনটা করলে তিনি বড় ইনিংস খেলতে পারবেন। আসলে তাঁর এমন চিন্তা করার পেছনেও একটা কারণ রয়েছে। প্রথমবার যখন তিনি জুতোর ফিতে লুকিয়ে ব্যাটিং করেছিলেন, তখন তিনি সেঞ্চুরি করেছিলেন। তারপর থেকে এটি তাঁর অভ্যাস হয়ে গিয়েছে এবং এখন এটি এখন তাঁর কুসংস্কারে পরিণত হয়েছে।
২০১৬ সালের আইপিএল প্রথমবার তিনি জুতোর ফিতে লুকিয়ে খেলেছিলেন আর সেঞ্চুরি করেছিলেন। তখন তিনি রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলতেন। ২০১৭ সালে অজি তারকা এই বিষয়টি নিয়ে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আসলে ব্যাট করার সময় জুতোর ফিতেগুলো দেখতে পেলে আমার খুব খারাপ লাগত। গত বছর আইপিএলের সময় আমাদের প্যান্টগুলো এতটাই ছোট ছিল যে, জুতোর ফিতেগুলো আমাকে খুব সমস্যায় ফেলত। আমি তখন এক ম্যাচে আমাদের ফিজিয়োকে ডেকে নিই। তাঁকে বলি যে, কিছু একটা দিয়ে আমার জুতোর ফিতেগুলোকে আটকে দিয়ে প্যাড বা মোজার ভিতর ঢুকিয়ে দিতে। মজার ব্যাপার হল ওই ম্যাচে আমি সেঞ্চুরি পেয়েছিলাম। সেই শুরু। তারপর থেকে আমি তেমনটা প্রায়শই করেছি। আসলে আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে যে, এমনটা করলে আমি ঠিক রান পাব।’